পুরস্কার সমুহঃ-
১। ধুমপানকারী ব্যাক্তিটি কখনো বৃদ্ধ হবে না।
২। ধুমপানকারী ব্যাক্তিটির ঘরে কখনো চোর ঢুকবে না।
৩। ধুমপানকারী ব্যাক্তিটির ধারের কাছে কখনো সাপ, পোকামাকর,কুকুর,বিড়াল আসবে না।
ব্যাখাঃ-
তুখর ধুমপানকারী বৃদ্ধ হবার আগেই মারা যাবে।এর এক সময় পরে যক্ষার মত কাশি হবে যার কারনে রাতভর তাকে কাশতে হবে চোর ভাববে জেগে আছেন তাই আর ঘরে ঢোকার সাহস করবে না। ধুমপানকারী ব্যাক্তিটির বয়স হতে না হতেই লাঠি ভর দিয়ে চলতে হবে যার কারনে তার ধারের কাছে কখনো সাপ, পোকামাকর,কুকুর,বিড়াল আসবে না।
মন্তব্যঃ-
এত সুন্দর পুরস্কার এর সন্ধান দিলাম-
কিছু একটা বলুন…….

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


