
২০১৯ সাল পর্যন্ত সামহোয়্যারইন ব্লগের প্রথম পাতায় ব্লগ প্রকাশিত হওয়া মোট ব্লগার ছিলেন ৫০ হাজার ৫৭৮ জন আর মোট ব্লগ ছিল ৮ লক্ষ ৩২ হাজার ৩৮৭ টি। ২০১৩ সালের পর ব্লগার ও ব্লগ সংখ্যা নেমে আসে প্রায় অর্ধেকে।
২০০৫ সালে শুরু করে এখন পর্যন্ত চলতে থাকা সামহোয়্যারইন ব্লগের পথ চলায় ছিল এইরকম অনেক উঠানামা। ডাটার মাধ্যমে আমি এখানে দেখাতে চেয়েছি সেই উঠানামা। এই ড্যাশবোর্ডে সেইসব পরিসংখ্যানই দেখতে পাবেন। ২০০৫ থেকে ২০১৯ পর্যন্ত কতজন ব্লগার কত ব্লগ লিখেছেন, কখন কে সবচেয়ে বেশি সংখ্যক ব্লগ লিখেছে, কোন ব্লগগুলো সবচেয়ে বেশি ভিউ পেয়েছে সব দেখা যাবে এখানে।
যেকোনো বছর, ব্লগারের নাম বা বাবলে ক্লিক করে ফিল্টার করা যাবে ব্লগারের নাম বা টপ ব্লগগুলো। সাথে কোন তারিখে কতটি ব্লগ আসছে দেখা যাবে। নিক বা নিকের অংশ দিয়েও সার্চ দেয়া যাবে উপরের সার্চ বার থেকে।

সবকিছু ওয়েবসাইট থেকেই নেয়া। এইগুলা কোন লাইভ ডাটা নয়। ব্লগের সংখ্যা বা ভিউ সব ২০১৯ সাল পর্যন্ত নেয়া। এই ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড টি দেখা যাবে এই tableau public লিংকে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



