ঝিমিয়ে গেছি, নেতিয়ে যাচ্ছি ভেজানো মুড়ির মত।
গতকাল দেখলাম তারেক সাহেব জামিন পেলেন...মানে রাজপুত্র বলতে পারবেন ফজলু সাহেবের মত 'আমি বেড়া হয়ে খেত খাইনি, ষড়যন্ত্র চলছিল...তাইতো মুক্ত।" তিনিই নাকি দলের প্রধান কান্ডারী। আজ দেখলাম রাজাকার প্রধান সমবিহারে মুক্তিযুদ্ধের পকখ দাবীদার দল সৌদি খোরমা আর শরাবান তহুরা খেতে গেছেন। দুদক সেনাপতি একাই চিৎকার করছেন " আমরা ঠিক আছি" আর উচ্চ আদালত থেকে হাসিমুখে বেরিয়ে আসছেন চিন্হিত চোর ডাকাতরা। ব্রীফকেস এ চুরির ভাগ ঢুকাচ্ছেন সেরা আইণবিদরা; যারা কিনা মাঝে মাঝে হয়ে যান জাতির বিবেক!! উপদেস্টা হয়ে গেছেন সফল জোতিষ! বিনা ফি-তে স্বাধীন (?) বিচারালয় নিয়ে ভবিষ্যত বানী দেন..."জামিন হবে..." আর কি অবাক.. ফলে যায় তার বানী.... সা কাচৌ-র অনিয়মের প্রতিবাদী এখণ পালানোর পথ খুঁজছে!
আর আমরা কুকুর জনগন.. কপালের ঘাম মুছে স্মরন করি আমাদের লাইণ বিষয়ক অমর শিকখা...নতুন ফেরেশতা সরকার আমলে আমরা শিখেছি লাইনে দাড়াতে...... ভোটার লাইণ, চালের লাইন, তেলের (দিতে না নিতে!) লাইণ.....তেলাপোকার কাতারে দাঁড়িয়েছি সহ্য শক্তির পরীকখা দিতে... আর কত???
তা হলে সেই কি আবারো "থোর বড়ি খাড়...."
ঝিমিয়ে গেছি, নেতিয়ে যাচ্ছি ভেজানো মুড়ির মত। চাংগা হতে চাই.. কেউ আছেন প্লিজ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




