জামায়াতের কেন্দ্রীয় রিলিফ কমিটির বৈঠক
সিডরে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণে ১ কোটি টাকা বরাদ্দ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় রিলিফ কমিটির এক বৈঠক গতকাল মঙ্গলবার স্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নায়েবে আমীর ও কেন্দ্রীয় রিলিফ
কমিটির আহ্বায়ক মকবুল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্খিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় রিলিফ কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামন, আবদুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিউদ্দীন আহমদ, ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমাদুল্লাহ ভূঁইয়া।
বৈঠকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিডরে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন এবং সিডরে ক্ষতিগ্রস্ত এলাকাসহ দেশের শীতপ্রধান এলাকার দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় রিলিফ কমিটির পক্ষ থেকে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া সার্বিক রিলিফ কার্যক্রমের তদারকি জোরদার করারও সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


