আরও একটি দিন কেটে গেলো, রাস্তায় বের হওয়ার ৪৫তম দিন পার করলাম, এখন আইওয়া ছেড়ে এগিয়ে যাব একটু মন খারাপ নিয়ে। না তেমন কিছুই ঘটেনি, গতকাল একজন বৃদ্ধ ব্যাক্তি আমাদের তার বাসায় নিয়ে গিয়েছিলেন যখন আমরা লস্ট ন্যাশন এর ন্যাশনাল পার্ক এ আমাদের তাঁবু ফেলছিলাম। তিনি আমাদের তার বাসায়ই থাকতে বললেন। যদিও পৃথিবীতে আমার নিজের বাসার চাইতে ভালো কোনো কিছুই হয়না। তারপরেও একজন মাতৃসম মহিলা যখন আমাদের খাবার এবং থাকার যায়গা দেন, সেটাও মন্দ নয়। কিসে মানুষ বিচার করা যায়? আমি জানিনা, যখন একজন গোড়া খ্রিষ্টান মহিলা মাতৃসম স্নেহে আপনার নিরাপত্তার জন্য ইশ্বরের কাছে প্রার্থনা করেন তখন আমি আসলে জানিনা ইশ্বর আর কি চাইতে পারেন আমাদের যাত্রা শুভ করার জন্য। এছাড়াও আমাদের জন্য তিনি স্যান্ডউইচ এবং বড় প্যানকেক দিয়ে করা ব্রেকফাস্ট মনে থাকবে অনেকদিন। আমার ভ্রমণ অভিজ্ঞতা নানা কারনেই বড় বিচিত্র এবং বর্ণিল, তবুও অনেক কারণেই এই যুক্তরাষ্ট্র ভ্রমণ মনে রাখার মতন যার মধ্যে একটি অবশ্যই হবে এখানকার মানুষ।
এছাড়াও ক্লিনটনে আজ সুপার রাগবরাই RAGBRAIRAGBRAIRAGBRAIRAG(একটি বিশাল সাইকেল র্যালি, যা আইওয়া জুড়ে চলবে)। এটি শেষ হওয়ার পরে একটা বিশাল জনগোষ্ঠির (প্রায় ২০০০০) কেউ কেউ যার যার বাড়ির দিকে ছুটবে আবার কেউবা পার্কে বা কোথাও রাতটা কাটাবে। এদের মধ্যে আমি একজনকে পেলাম যে বাইরের পৃথিবী সম্মন্ধেও একটু ওয়াকবিহাল। এবং বিশেষ ভাবে ডঃ মোঃ ইউনুস. . . .
--------ক্লিনটন, আইওয়া।
আমাদের আতিথেয়তা দেয়া সেই পরিবার।
RAGBRAI
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১২ রাত ১:১৭