লেখাটা ধারাবাহিক ভাবে আসছে, এখানেও শেয়ার করলাম।
মাদাগাস্কারে যেতে আমাদের ভিসা লাগেনি, তবে...
মাদাগাস্কার নিয়ে ভাবনা অনেক দিনের। বাংলাদেশ থেকে কূটনৈতিক জটিলতা ছাড়া যেসব দেশে যাওয়া যায়, তার মধ্যে এই দেশও আছে। তবে চেনা–পরিচিতের মধ্যে ভ্রমণকারীর সংখ্যা নিতান্তই হাতে গোনা। আফ্রিকার দ্বীপরাষ্ট্রটিতে সাইকেল চালাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা চারজন। খোঁজ নিয়ে দেখলাম, আয়তনে বাংলাদেশের প্রায় পাঁচ গুণ। সাইকেল চালানোর রাস্তার অভাব হবে না,Ñযাওয়ার আগে এই ছিল আমাদের ভরসা।
গন্তব্য ঠিক হয়ে যাওয়ার পর তথ্যের জন্য উঠেপড়ে লাগলাম। কিন্তু ইন্টারনেটে তথ্য বলতে পেলাম গাইডেড ট্যুরের অনেক এজেন্সির নাম। দেশের কোন দিকে দেখার কী আছে, তা-ও পাওয়া গেল, তবে সবই এজেন্সির মাধ্যমে সারতে হবে। মাদাগাস্কারে সাইকেল ট্যুরও হয়। কিন্তু সবই সহায়তা নিয়ে। মানে হলো, আপনি একটা দলের সঙ্গে মিশে সাইকেল চালাবেন। তারাই সব ব্যবস্থা করে দেবে। কিন্তু এ আমার ধাতে সয় না!
Full article
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩