
জাপানের মেইজি যুগে, বিখ্যাত জেন মাস্টার নান-ইন এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে আপ্যায়ন করাচ্ছিলেন। অধ্যাপক এসেছিলেন জেন নিয়ে জানতে।
নান-ইন তাকে চা পরিবেশন করতে শুরু করলেন। কাপ পূর্ণ হয়ে গেল, কিন্তু মাস্টার চা ঢালতে থাকলেন। চা গড়িয়ে পড়তে লাগল।
অধ্যাপক অবাক হয়ে বললেন,
— “কাপ তো পূর্ণ, আপনি আরও ঢালছেন কেন?”
নান-ইন শান্ত স্বরে বললেন,
— “তোমার মনও এই কাপের মতোই—তথ্য, অভিমান ও নিজস্ব ধারণায় পূর্ণ। যদি তুমি এই কাপ খালি না করো, আমি তোমাকে জেন কীভাবে শেখাবো?”
গল্পের শিক্ষা:
‘শুধু জ্ঞানের জন্য নয়, উপলব্ধির জন্য—মনের পাত্র খালি হওয়া চাই।’
অহং ও পূর্বধারণায় পূর্ণ মন কখনো প্রজ্ঞা ধারণ করতে পারে না।
মূল গল্প: Shaseki-shu (Collection of Stone and Sand)
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



