আমার প্রিয় দেশটাকে কি সম্ভব নয় ১০-১৫ বছরের মধ্যে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করা। আমি মনে করি নিম্নলিখিত ব্যবস্থাগ্রহণের মাধ্যমে সম্ভব:
১.সরকারী -বেসরকারী সর্বত্র তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার
২. সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে দ্রুতগতির এবং আবশ্যই স্বল্প খরচে ইন্টারনেট সেবা দেয়া
৩. প্রবাসী বাংলাদেশীদের সহায়তা নিয়ে (প্রযোজন হলে) কল সেন্টার সেবা,আউটসোর্সিং কাজের সুযোগ তৈরি। যার ফলে ব্যপাক জবের সুয়োগ তৈরি হতে পারে।
৪.ধনী-গরিবের বিদ্যমান আয় বৈষম্য কমানো
৫. আগামী ২০ বছরের জন্য দেশের বিভিন্ন ক্ষেত্রের জন্য একটি ব্যাপক ও সমিন্বত পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন।
৬.দূর্নীতি দূরীকরনের জন্য একটি ব্যাপক ,দীর্ঘমেয়াদী ও বাস্তবসম্মত পদ্ক্ষেপ গ্রহণ।
৭. সর্বপরি সবার আগে প্রয়োজন দেশপ্রেম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


