আমি আজকে প্রথম এই বলগে লিখতেছি। আমি এখন পাকিস্তানে আছি। ট্রেনিং এ আসছি। মে মাসরে 27তারিখে আসছি। আমরা তিন জন আসছি। প্রথমে করাচি airport-এ আসলাম এবং সেখান থেকে লাহরে। করাচি airport-এ এসে একটা বাঁশ খাইলাম। airportএর একটা phone booth থেকে বাংলাদেশে টেলিফোন করতে গেলাম। আমার কাছে কোন কার্ড নাই। এক জন লোক অনেক কার্ড নিয়ে বসে ছিল। সে কার্ড বিক্রি করেনা, কিনে লাভও নাই। সে বলল তার কাছ থেকে কার্ড নিয়ে কথা বলতে। জানতে চইলাম বাংলাদেশে কত রুপি মিনিট। সে বলল, 5 রুপি প্রতি ইউনিট কিন্তু 1 মিনিটে কত ইউনিট সে জানেনা। আমি ভাবলাম কত আর হবে। কথা বললাম 1মিনিট,6সেকেন্ড। সে বলল টোটাল 87 ইউনিট হয়ছে মানে 435 রুপি
। পুরাই বাঁশ। পরে অন্য জায়গায় আমি দেখছি 1মিনিটে 14/15 ইউনিট হয় এবং 3.5 রুপি প্রতি ইউনিট। mobile নিয়ে আসছি, sim কিনলাম, mobile থেকে 20 রুপি প্রতি মিনিট লাগে বাংলাদেশে কথা বলতে। এবার বোঝেন কি পরিমান বাঁশ খাইছি।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৬ রাত ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




