2nd year এর মাঝখানের দিকে,আগেও না পরেও না,ঠিক মাঝখানের চিপায়, আমাদের ক্লাস এর চার জন বদ পাবলিক নিয়ম রক্ষা করে সেদিন ও ক্লাস পালাইছি। চরম মজা তে পরথম ক্লাস হতেই আমরা গায়েব।পালানোর জায়গা না থাকায় বাদ্ধ হইয়া আমরা কলেজ এর ক্যাফে তে আস্তানা গারি।ঠিক ঠাক মতই পরথম চারটা ক্লাস মজায় মজায় কাটাইয়া দিসি।
আমাগর প্রিন্সিপাল খালু ওই ৬ আর ৭ পিরিওড এ আগে কহনও round দিত না। কপাল ডা খারাপ ই ছিল। তার কি মনে চাইল ঐ দিন ই আইল ঐ সময়ে।আমরা তখন মজার উপ্রে আছি,কোনো টেনশণ নাই,আর দুইটা পিরিওড এ আছে।আমরা মাঠে যাইয়া আড্ডা মারতেসি open এ।
ঐ বেখাপ্পা সময়ে খালু রে দেইখা আমাগ অবস্থা হইসিল
''প্রিন্সিপালের আগমন, দৌড়ের উপরে ছাত্রগন''
আমাগরে অই সময়ে ধরতে পারল না।মাগার হেতে কেম্বে কেম্বে জানি আমারে চিন্না হালাইসিল। পিওন প্রিফেক্ট সব পাঠাইছে,'' যাও সান রে ধইরা আন'' আমি ত অই চিপাতে ক্লাস এ যাইয়া হাজির। একটু পরে আমারে ধইরা নিয়া গেল।
আমারে ত প্রিন্সিপাল হেই রকম প্রশ্ন করা শুরু করল।। একটার উত্তর দেওয়ার আগেই দুইডা তিনডা প্রশ্ন।। তয় ভালা নিউজ অইল হেতে তহন অ ভালা কইরা বুজে নাই যে অই ডা আমি আসিলাম। হেতে মোটা পোলা কইতে মনে হয় আমারেই চিন্ত,তাই ডাকাইয়া নিয়া interogation চালু করছিল , জাতে আমি ই কইয়া দেই যে আমি ই অই মোটু। মাগার আমি কি অতই বেকুব নি যে কইয়া দিমু
তয় মজার পার্ট টা অইল অহন, তয় আগে যারা আমারে চিনেন না তাহাদিগকে বলসি,আমার পুরা নাম মুশফিকুর রাহমান আর ডাক নাম সান,আর প্রায় সবাই আমার নাম সান ই জানেন।
অয়,অহন কাহানি বাতাই,
লাস্টে জনাব আমারে জিগান,আছছা তোমার নাম কি?
আমি কইলাম,"আমার নাম মুসফিক।'' " আচ্ছা তুমি কি সান কে চিন?" ( আমি ত পুরা বেকুব,হালায় জিগায় কিতা!! ? ) ''জি সার চিনি,একটু মটা শটা কইরা আমার মত শ্যাম্লা।'' '' অও! তাহলে মনে হয় আমি ওকে দেখেছি ,তুমি এক কাজ কর ,তুমি এখন যাও আর খুজে সান কে বের করে আন ।'' আমি ত জি সার কইয়া দিলাম একখান দউর।আর অই টাইম এই ছুটির ঘন্টা দিল...।।
আমারে ১ সপ্তা কলেজ এ দেখা যাইনি।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




