.
স্বয়ং ঈশ্বরও তাঁর সমগ্র সৃষ্টির খাপছাড়া
বেঈমানী, অনিয়ম, অত্যাচার, বেয়াদবী
দেখিয়া যখন ঈজি থাকিতে মনস্তির করিয়াছেন;
আমরা ঈশ্বরের প্রতিচ্ছবিতে তৈরী হইয়া
ক্যান ঈজি থাকিবো না?
আবারো বলি, ঈজি থাকিতে হইবেক।
.
আমি আশ্রয় গ্রহন করি
সেই মহান ঈশ্বরের নিকট
যিনি নিজে ঈজি থাকেন,
যাহার দেবকূলও তাহার বন্দনায়
ঈজি কাজে বিজি
এবং যাহার অনুগ্রহপ্রাপ্ত সৃষ্টিও।
.
ওম!
.
ঈজি থাকুক
স্বর্গ, মত্য ও পাতাল।
ঈজি থাকুক ব্লগারগন,
ফ্লাডারগন এবং পাড় মাতাল।
.
গ্রহন করো হে ঈশ্বর।
সকলে মিষ্ট স্বরে বলুন:
সত্য হউক, সত্য হউক।
.
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



