
সঙ্গত কারণে সঙ্গোপনে,
অধরেতে হাসি বিরহ আড়ালে।
মলিনতায় মোড়া স্বপ্ন রঙীন,
ক্রমশ ফিকে আর ধূসর সঙ্গীন।
এক ঘেয়েমির এই চক্রজালে,

একি লয়ে যায় সময় গড়িয়ে গড়িয়ে।
একই বৃত্তে ঘমার্ক্ত বন্দী জীবন,
ছকে বাঁধা যত নিয়ম কানুন।
যেন দিকভ্রান্ত কোন মাস্তুল,
খুঁজে পেতে চায় সতেজ উপকূল।
স্বাধীনতার সুখ চিন্তায় বাস্তবে পরাধীন,
যতই দেয়াল ভাঙুক তবুও অন্যের অধীন।

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



