এক টুকরো শুকনো রুটি হাতে দাঁড়ানো-
মোড়ের মাথার,
আলীশান প্রাসাদ ঘেসে-
বা্থপাশের ঘিন্জি বস্তির,
ছেড়া চটের রস্তাটির মলিন আড়ালে।
গন্ধশরীর একাত্তুরের বারুদ,
সীমানাহীন সীমান্তের জল ছুঁলেও
কিঞ্চিত বেঁচে এখনও
কোন এক লজ্জাহীন মানুষ!
বাবাকে মনে পড়ে,
মার কথাও ভাবি বারবার..
তাই পেছোনোর দল ছেড়ে
উচ্ছিষ্ট সময়কে মাড়িয়ে
এগিয়ে গেলাম নিদারুন সাহসে।
আমি এগোলাম-
স্বাধীনতা পালালো কোন এক
অস্পৃশ্য লজ্জায়, নাকি অভিমানে..
তাই গলিতে গলিতে হাহাকার!
যদিও জানি
মানুষের সামনেই লজ্জা মানুষের
পশুদের সামনে নয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


