somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাব্বাস টাইগাররা- টেস্টের দুঃখটা পুষিয়ে যাবে এভাবেই ----

৩০ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বড় মধুর একটি আজ। বড়োই ভালো লাগছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই জয়ের লক্ষ্যে পৌছে যাবো। সাবাস টাইগার দলের ছেলেরা তোমাদেরকে। আর সাবাস বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমীদের। আসুন আমরা সবাই বাংলাদেশকে এভাবে সবক্ষেত্রে নিয়ে যাই জয়ের ধারায়। ভুলে যান দলাদলি। ক্রিকেটই হোক আমাদের শিক্ষা। টেস্ট ও ওয়ানডে—ক্রিকেটের এই দুই সংস্করণেই অভিষেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স এখন সোহাগ গাজীর।
খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছে সোহাগ গাজীর। অভিষেকে ৯.৫ ওভার বল করে চারটি উইকেট তুলে নিয়েছেন বরিশালের এই অফস্পিনার। সোহাগ খরচ করেছেন ২৯ রান, ইকোনমি রেট ২.৯৪। ওয়ানডে অভিষেকে এর আগে সেরা পারফরম্যান্স ছিল রুবেল হোসেনের। ২০০৯ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ৫.৩ ওভার বল করে চার উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে তিনি খরচ করেছিলেন ৩৩ রান, ইকোনমি রেট ৬.০০।
মিরপুরে দুই সপ্তাহ আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সোহাগের। ওই ম্যাচে তিনি ৭৪ রানের বিনিময়ে ছয়টি উইকেট নেন। টেস্ট অভিষেকে এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স ছিল মানজারুল ইসলামের। ২০০১ সালে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়েছিলেন।
সাকিবকে খুবই মিস করলাম। তবে তাতেও দুঃখ নেই- জয় বাংলাদেশের। কুপোকাত ওয়েস্ট ই্ন্ডিজ
হাঁটতে হাঁটতে থমকে গেলেন মুশফিকুর রহিম। একটু ভেবে দীর্ঘশ্বাস, ‘নাহ্, মনে করতে পারছি না...।’
একসঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন দুজন, ওয়ানডে অভিষেকও একই ম্যাচে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। ক্রমেই দুজনই হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। চোট-টোটে আক্রান্ত হওয়ার ইতিহাস বলতে গেলে নেই-ই। মুশফিকুর তাই মনেই করতে পারছিলেন না, সাকিব আল হাসানকে ছাড়া সর্বশেষ কোন ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন! সেটিই স্বাভাবিক, সাড়ে চার বছর তো আর কম সময় নয়!
সাকিবকে ছাড়া বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল ২০০৮ সালের ৪ জুলাই, পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে। অভিষেক ম্যাচ থেকে টানা ৪৮টি ওয়ানডে খেলেছেন। এরপর ২০০৮ সালের জুনে ঢাকায় কিটপ্লাই কাপ এবং এর পরপরই পাকিস্তানে এশিয়া কাপে খেলেননি এইচএসসি পরীক্ষার কারণে। ওটাই শেষ, এরপর বাংলাদেশ যে ৭৮টি ওয়ানডে খেলেছে, সব কটিতেই ছিলেন সাকিব। ক্রমে হয়ে উঠেছেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, অন্যতম সেরা ফিল্ডার। নেতৃত্ব পেয়েছেন, দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গৌরবময় দুটো সিরিজ জয়ে (ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে ধবলধোলাই) নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, দেশকে দেশের মাটিতে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন, বিতর্কিতভাবে আবার নেতৃত্ব হারিয়েছেন। পারফরম্যান্সে সেটার প্রভাব পড়েনি। ধীরে ধীরে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। একসময় যেখানে পৌঁছানোর শুধু স্বপ্নই দেখতেন বাংলাদেশের ক্রিকেটাররা, এখনো দেখেন বাকিরা!
তাঁর অভিষেকের পর ১৩৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, ১২৬টিতেই ছিলেন সাকিব। পারফরম্যান্স নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। দলে এমনই অপরিহার্য হয়ে ছিলেন যে, বিশ্রামের অবকাশই পাননি। আধুনিক ক্রিকেটাররা যেখানে নেটে বা ওয়ার্মআপের সময়ই হরহামেশা চোট বাঁধাচ্ছেন, সেখানে চোটও বাধা হতে পারেনি সাকিবের। যন্ত্রের মতো খেলে গেছেন। টানা চলতে থাকলে যন্ত্রও একসময় বিকল হয়, কার্যক্ষমতা কমে যায়। তিনি তো রক্ত-মাংসের মানুষ, একটা সময় থামতে হতোই। সাকিবও থামলেন। যে চোট তাঁকে থামাল, সেটাও যেন একদিক থেকে মহিমান্বিত করেছে তাঁকে। নির্দিষ্ট কোনো জায়গায় আঘাত পেয়ে নয়, টানা খেলা আর ব্যাটিং-বোলিংয়ে দলের বোঝা টানতে টানতেই তো এই চোট!
অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি সাকিবের (৩৬৩৫ ও ৫)। কমপক্ষে ৫০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড়ও (৩৫.৬৩)। উইকেট শিকারে সাকিবের (১৬০) একটু ওপরে আছেন শুধু আবদুর রাজ্জাক (১৬৩)। এমনকি উইকেটকিপার ছাড়া বাকি ফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচও নিয়েছেন সাকিব (৩৫টি)! দলের ‘হূৎপিণ্ডকে’ হারিয়ে যেন অনেকটা অসহায় শোনাল অধিনায়ক মুশফিকের কণ্ঠ, ‘শুধু ওয়ানডে কেন, যেকোনো ফরম্যাটেই সাকিবের মতো একজনের শূন্যতা পূরণ হওয়ার নয়। সাকিব থাকলে হয়তো উইকেট বুঝে আমরা একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে পারতাম। এখন ব্যাটসম্যানদের বেশি দায়িত্ব নিতে হবে, বিকল্প একটু কমে যাওয়ায় বোলারদেরও তা-ই। সন্দেহ নেই, বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’
সাকিব নেই মানে একই সঙ্গে দলের সেরা ব্যাটসম্যান ও বোলার নেই। পরিবর্ত খুঁজতে গিয়ে তাই গলদঘর্ম হতে হয়েছে নির্বাচকদেরও। প্রধান নির্বাচক আকরাম খানও সেটিই বললেন, ‘সাকিবের মতো একজনের তো আসলে বিকল্প হয় না। একজনের মধ্যে এত কিছু আর কোথায় পাব আমরা! বিকল্প হিসেবে আমাদের ভাবনায় ছিল একজন অলরাউন্ডার (জিয়াউর রহমান) বা একজন ব্যাটসম্যান। টিম ম্যানেজমেন্ট মনে করেছে, একজন ব্যাটসম্যান প্রয়োজন। তাই আমরা ব্যাটসম্যানই নিয়েছি।’
স্পিন কোচ সাকলায়েন মুশতাক অবশ্য এর মাঝেও একটা ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন, ‘সাকিব গ্রেট অলরাউন্ডার, গ্রেট ক্রিকেটার। না থাকাটা অবশ্যই ক্ষতি, অন্যদের জন্য আবার এটা সুযোগ নিজেদের মেলে ধরার।’ তবে আসলে এটি অনন্যোপায় হয়ে বাস্তবতা মেনে নেওয়া, এভাবে ভাবা ছাড়া আর তো কোনো উপায় নেই!
বাংলাদেশ শিবিরে হাহাকারটা তাই কান পাতলেই শোনা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের উল্লাসটাও গোপন থাকছে না। আন্দ্রে রাসেল তো সাকিব না থাকার সুবিধাটা ভালোমতোই কাজে লাগানোর কথা সরাসরিই বললেন সেদিন।
মুশফিক ঠিকই বলেছেন, বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৎ মানুষ দেশে নেই,ব্লগে আছে তো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮








আশেপাশে সৎ মানুষ কেমন দেখা যায়? উনারা তো নাকি একা থাকে, সময় সুযোগে সৃষ্টিকর্তা নিজের কাছে তুলে নেয় যা আমাদের ডেফিনিশনে তাড়াতাড়ি চলে যাওয়া বলে। আপনি জীবনে যতগুলো বসন্ত... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

×