তোমার বাড়ি ফুলে হবে কিংবা হবে চুলে
মাথার ভেতর আছো তুমি কিংবা নদীর কূলে।
ধর আমি নদীর জলে বাসিয়ে দিলাম মন
সেই মনের খোজে বের হবে কী পশুপাখিগণ।
শিয়াল এলো হরিন এলো, এলো প্রজাপতি
সোনার নায়ে চাদকে নিয়ে এলো কলাবতি।
মন তো আমার বেসেই চলে বৃষ্টি হতে চায়
তাকে তুমি উঠিয়ে নিও মেঘ রাজাদের গায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




