পারসোনার ঘটনার ৩দিন পরের কথা। বেলা ১১টা কি সাড়ে ১১টার দিকে আমি আমার লেপুতে বইয়া সামুর সাগরে সাতার দিতাছি ঠিক এই সময়ে আমার দুলাভাই তার বউরে কল দিল। কথা কইতে কইতে হঠাৎ আমার বইন “তাই নাকি!!!” কইয়া সামান্য উত্তেজিত হইয়া গেল। তার এই হঠাৎ আতকাইয়া উঠা শুইন্না আমি আমার মনোযোগরে সামু থেইকা ৮০% কর্তন দিয়া কর্তিত অংশ আমার বইনে কি কয় হেই দিকে বরাদ্দ দিলাম। “তোমাকে কে বলল? ......ও আল্লাহ এ কি অবস্থা... কই আমরা তো কিছুই শুনলাম না...” আমার বইনের কথাগুলা আমার কানে আইল। আসল কথা হইল আমার দুলাভাই তিনদিন পর পারসোনার খবর তার বন্ধু থেইকা শুইন্না আমার বইনরে কইতাছিল। এরপর ঘরে এ নিয়া আলোচনা শুরু হইল। আর আমি সামু থেইকা পাওয়া তথ্যগুলান জাবর কাটন শুরু করলাম।“ এটা তিনদিন আগের খবর, যে মহিলা ক্যামেরা দেখছে সে হল ডাক্তার, তার জামাই ইতোমধ্যে পারসোনাতে গিয়া বিগ ফাইট খেইলা আইছে। সেই ফাইট এর ভিডিও ও বের হইছে।” “তাই নাকি। তুই এতকিছু জানলি কেমনে।” আমি কইলাম আমি এখন সামু নামক এক ব্লগ সাইট এর নিয়মিত কাস্টমার। ওইখান থেইকাই জানছি। এরপর ঘরের সবারে লইয়া সেই বিগ ফাইটের ভিডিও দেখলাম। সেই কিছু সময়ে সামুর কল্যাণে আমি হইয়া গেলাম বক্তা বাকিরা হইল শ্রোতা
এবার আসি আমার বাংলা টাইপ শিখনের গোঁড়ার দিকের কথায়। চাহিদা বা অভাবই হল আমাদের কার্যকলাপের হেতু । আমি প্রথম সামুর কথা শুনি আমার এক বন্ধুর কাছ থেকে। সামুতে এন্ট্রি মারনের কয়েক দিনের মধ্যেই আমি সামুর ভক্ত হইয়া যাই। নানা জনের নানা ব্লগ পড়ি আর যত পড়ি তত বেশি বেশি কইরা ব্লগগুলাতে মন্তব্য করার ইচ্ছা বাড়তে থাকে। আমার সেই ইচ্ছা একসময় চাহিদায় পরিণত হয়। এবার সামুতে আইডি না খুললেই নয়। খুললাম আইডি। বাংলা তো লিখতে পারিনা
এবার এই বাংলা টাইপ নিয়া একখান ঘটনা কই। একদিন সামু এবং এফবি উভয় একাউন্ট খুইল্লা ব্লগ পরতাছি। এই সময়ে আমার সদ্য কিছুদিন আগে এফবি বন্ধু হওয়া ভার্সিটির বন্ধু আমারে চ্যাট এ কড়া নাড়ল। ব্লগে মন্তব্য দিতাছিলাম দেইক্ষা আমি এফবিতেও তারে বাংলায় উত্তর দিলাম। আমার উত্তরের বেশ কিছু সময়ের পর হেও আমারে ভুল বানানে বাংলায় উত্তর দিল। হের বাংলা লেহনের নমুনা দেইখা তারে জিগাইলাম কিরে বাংলা লিখতারছনা। হে কইল না আমিত অনেক আগে থেকেই বাংলা লিখি। যাই হোক এর পরের দিন ভার্সিটি যাওয়ার সময় আমার অন্য দুই বন্ধুসহ সেই চ্যাট করা বন্ধুর লগে গল্প দেওনের সময় আমার সেই বন্ধু হঠাৎ অন্য দুই জনরে কইল শুননা, ইতা মনে হয় বাংলা নতুন শিখছে
আইজকাল আমি সামু আর গুগল এর মধ্যে পার্থক্য দেহি না। ওইদিন আমার ভাই এর চাকরির একটা এপ্লিকেশন ফরম এর লগে এর ৩০কেবির একটা ছবি দিতে হইব। কিন্তু আমাগো লেপুতে আমার ভাইয়ের সবচেয়ে ছোট সাইজ এর যে ছবিখানা পাওয়া গেল তার সাইজ ও হইল ২.৩ এমবি। কি আর করা সফটওয়্যার লাগবই। কিন্তু লেপুতে এই টাইপ কোন সফট নাই। গুগল করতে নামলাম। হাজারটা সফট আহে। কোনটা নামামু বুঝতাছিনা। হঠাৎ আমার সামুর কথা মনে আইল। সামুতে আইয়া সার্চ টাইপ এ কন্টেন্ট সিলেক্ট কইরা “ছবি রিসাইজ ” লিখে দিলাম সার্চ। অনেকগুলা ব্লগ আইল। এর মধ্যে থেকে কয়েকটা পইরা FRresizer নামায় লইলাম। ওমা সেকি!! মুহূর্তেই কাম শেষ। আমার ভাইয়ের ছবিটারে ২৩ কেবি বানায়া প্যাকেট কইরা দিলাম। আহ!!
কয়দিন আগে কিউবি এর ইউসেজ হেক করা নিয়া একটা পোষ্ট আইছিল। ভাবলাম একটা চেষ্টা নিয়া দেখি। তয় হের লাইগা আবার আইডিএম লাগব। এখন আইডিএম পাই কই। আবার আইয়া পরলাম সামু সার্চ এ। বাহ! বাহ!! রাফি মাহমুদ যেন আমার লাইগাই ব্লগটা লিখছিল। নিলাম ক্র্যাক সহ নামায়া। আইডিএম হজম। কিন্তু যেটার জন্য নামাইলাম হেই কাম আর হইল না। যাই হোক এই উসিলায় আইডিএম তো নামায় লইলাম।
এখন এভাবে আমার যখনই কোন কিছুর দরকার পরে তখন গুগল মামুরে বঞ্চিত কইরা আগে সামুতে আইয়া পরি। সামু আবার যাই রাখে সব রেডিমেট। রেডিমেট হইলে আবার অন্য জায়গায় খুচাখুচির দরকার কি? আগে নেট মানেই এফবি এবং মাঝে মাঝে গানটান নামানো বুঝতাম আর এখন নেট মানে সামু আর মাঝে মাঝে ফেবু।
সবশেষে, আইজকাল সবাই মামু হইয়া যাইতাছে
সামু, তোমারে বানাইলাম আমার মামু।
( এই ব্লগটিতে আমরা বন্ধু বান্ধবের সাথে মজা করে যেভাবে কথা বলি আমি সেই ভাষা ব্যবহার করেছি শুধুমাত্র এটা এভাবে পড়তে হয়ত মজা লাগবে সেটা চিন্তা করে। কারও যদি এটি গ্রহণযোগ্য মনে না হয় জানাবেন। প্রয়োজনে আমি এটি এডিট করে নিব বা পোস্টটি মুছে ফেলব)
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



