somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

স্বপন

লিখেছেন মোঃনাজমুল হক, ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

মুক্ত ডানায় চেড় গেলাম

নীল পিরেদর বাড়ি,

হাত দুটেতে জরিয়ে ছিল

শুভ্র মেঘের সারি।



দুধ সাদা এক বকের সনে

বলেছি আপন ব্যাথা, ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

সুন্দর বাংলাদেশ চাই

লিখেছেন মোঃনাজমুল হক, ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

একটা সুন্দর বাংলাদেশ চাই।এর জন্য আমি সব কিছু করতে প্রস্তুত।যদি আমার প্রানের বদলেও হয় ততেও রাজি।আর ভাল লাগেনা যখন শুনি মানুষের হাতে মানুষ মারা যাচ্ছে,ধর্ষিত হচ্ছে আমার কোন বোন।বোমার আঘাতে ধোলয় মিশে যাচ্ছে শত শত বাড়ি,নিষ্চিন্য হয়ে যাচ্ছে শহর নগর।(এসিডে জলসে যাওয়া মুখ দেখে আঁতকে উঠি।)হাসপাতালের বেডে শুয়ে কতরানো মাজলুমকে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

হারিয়েছি মন!

লিখেছেন মোঃনাজমুল হক, ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৫

জানিনা কোথায় হারিয়েছি মন,তবুওখুজে ফিরি।

হয়তোবা সে অন্যকার মুক্তাকাশের ঘুড়ি।

নাটাই ফেলে উরে গেছে সে উরে গেছে বহু দূর,

রেখে গেছে কিছু অম্লান স্মৃতি,কষ্ট বিমধুর।

এথা হেথা কোথায় খুজি বল একটাই আকাশ আমার,

পৃথিবীটা জুড়েই মিত্র নাকি শত্রূ আমি তার।

সব সুখ বিলিয়ে তাকে আমি নিঃশ্ব।শূন্যতা মোর ঘরে, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

ভালবাস আমায়।

লিখেছেন মোঃনাজমুল হক, ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৮

বিশৃঙ্খল এক পৃথীবি আমার,

ঝঞ্ঝালে ঠাসা জীবন।

মনের মত করে গুছিয়ে নিও,

করিও আমায় আপন।



তুমি ছারা মোর হৃদয় গভীরে,

কৃষ্ন গহবর। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

আমি মুসাফির।

লিখেছেন মোঃনাজমুল হক, ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০০

নিরাশ্রয় এক মুসাফির আমি

হারিয়েছি মোর পথ,

খুজিয়া ফিরি থামাবো কোথা

জীবনের মহা রথ।





গহীন অরন্যে হারিয়ে গেছি ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

বন্ধু তোমায়

লিখেছেন মোঃনাজমুল হক, ০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৪

বন্ধু আমি জানাই তব মোর গায়ের নিমন্ত্রণ।

তোমায় নিয়ে শুরু হবে সবুজ পল্লী ভ্রমন।

তোমার লাগি আনব গাথি লাল হলুদের মালা,

দুপুর গড়িয়ে আসবে তখন কুসুম অদিত্য ভেলা।

দীঘল দীঘি পার হব যে ভাসিয়ে শখের তরী,

তারি পরে রৌনা হব চড়িয়া গরুর গাড়ি।

চলতি পথে দেখবে কত শালিক, টিয়ার ঝাক। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

ডাহুক

লিখেছেন মোঃনাজমুল হক, ০৫ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩২

তিনটি ডাহুক করছে ছটফট শিকারীর ফাদে পরি,

এখনই তাতের খাচায় পুরিবে আনন্দ উৎসব করি।

পাখির আশা আকাশে উরা হয়েছে তার শেষ,

উঠছে বাজি করুন ডাকে সেই সে দুখের রেশ।

নাইতো তাদের বাচার উপায় একি দশা হায়,

বুকেতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

পরাজয়

লিখেছেন মোঃনাজমুল হক, ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ৮:৩৩

মোর হৃদয় গভীরে কিছু নিঃশ্বাস

পাথরের ন্যায় চেপে আছে।

ঘুরতে পারিনা যদি বা কেউ

দেখে ফেলে পাছে।

এ নিশ্বাঃস বিশাক্ত কিটের ন্যায় আমাকে

কুরে কুরে খাচ্ছে।

বলতে পারিনা। এ খতর কথা।ভয় ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬১ বার পঠিত     like!

হে মোর বঙ্গ

লিখেছেন মোঃনাজমুল হক, ০৪ ঠা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩১

একি বঙ্গ।

তোমার নয়নে বলো এ কিসের জল।

তোমারতো আজ খুশির দিন।

তব ছেলের বুকে জেগেছে বিজয় বল।

দেখ সবার মনে বাজছে খুশির বিন।



হয়ে তুঙ্গ। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮৫৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ