যে এখনও স্মরণ রেখেছে, তার জন্য কষ্ট হয়
না জানি কতটা ব্যথা পেয়ে ছেড়ে যাবে
যে চলেগেছে আগেই তার জন্য শুভ কামনা সব সময়
দূরত্ব বাড়লেই মনে হয় এত প্রেম আগে ছিল কোথায়?
সকালের সোনালী রোদ কখনও আরামদায়ক মনে হয়নি
যতটা বিষাদময় লেগেছে অস্তমিত সূর্য
কখনই ধেয়ে আসা বৃষ্টির ফোটা আবেগী করেনি
যতটা বিষণ্ণ করেছে ঝরা পাতা
চতুর্দিকে ছড়ানো সুন্দরের মাঝে সুখ নেই
অনাদর অন্ধকার হৃদয়ের সম্মোহনী শক্তি আমার
নর্দমার আবর্জনা এতবেশি টানে তাই
সময়ের ধরা-বাঁধা শৃংখলে বন্ধী নয়
মুক্ত জলাধারে শেওলাতে জীবনের সন্ধি
তোমাদের সাথে ফুল-পাখিদের কোলাহল
খুঁজেছো স্বর্গ স্বজনে স্বজনে
আমি তো দুর্জনে নিঃসয়ে মিলিয়ে প্রাণ
তবু কেন অকারণ পথ চেয়ে?
.
- মো. নজরুল ইসলাম
www.facebook.com/AuthorNazrul
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






