দীর্ঘ ৭ বছরের চাকুরি জীবনের ইতি টেনেছি এমাসেই। একটি ভালো চাকুরি পাইব এমন প্রত্যাশাও আর করি না। বাঁধনমুক্ত পাখির মত স্বপ্ন ডানায় ভর করে মনরাজ্যে বিচরণ করতে এখন আর কোন বাঁধা থাকতে পারে না।
২০০৩ সাল থেকে বিভিন্ন মুনিবের দপ্তরে একটি বাঁধনযুক্ত স্বাধীন জীবনের জন্য ছুটেছি। ঢাকা-যশোর-খুলনা জেলাতে বারবার কত যে বিড়ম্বনার স্বীকার হতে হয়েছে কত আর স্মরণ থাকে? কত তিক্ত স্মৃতি মুছে গেছে। কত যে স্মৃতি শরীরে বহমান লাল টুকটুকে উত্তপ্ত রক্তের মত এখন ঝাপসা চোখে ভেসে উঠে।
এবার একজন স্বপ্নের পিছু ছুটে চলা প্রাপ্তিহীন ক্লান্ত পথিকের ছবি আঁকতে চাই। এই ছবিতে ব্যবহার করতে চাই আমার ঘর্মাক্ত শরীরের তাজা রক্ত আর স্বপ্নের পিছু ছুটে চলা ইচ্ছা শক্তি। চলার পথে ফিরেফিরে দেখা সব দৃশ্যই তুলে আনার চেষ্টা করব। আমি চেষ্টা করব যেন আমার পাঠকের মধ্যে একটি স্বাধীনসত্বা তৈরি হয়। যেন অন্যের অধীনে না থেকে স্বাধীন পথের অনুসন্ধান করতে উৎসাহী হয়।
.
- মো. নজরুল ইসলাম
www.facebook.com/AuthorNazrul
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






