যারা এই পিলখানার হত্যাজগ্গের পিছনে মহা পরিকল্পনার কাজ করেছে, তারা এখন এই অপকর্মের মূল আলামত ধংস্ করার নিমিত্তে ঐ সকল পালানো বিডিআর জওয়ানদের গোপনে খুন করে গায়েব করে ফেলতে পারে। তাই আমার বিশেষ অনুরোধ, আপনাদের সবার চোঁখ কান খোলা রাখবেন এবং আপনার পাশের প্রতিটি মানুষকে সজাগ থাকতে বলবেন।
এটা যাতে হতে না পারে, তাই এই আশংকার সংবাদটি যতদুর পারেন ছড়িয়ে দিন দেশের সর্বত্র যেকোন নেটওয়ার্ক বা মিডিয়ার মাধ্যমে। মনে রাখবেন আমাদের সবার এটা এক বড় নৈতিক দায়িত্ব।
সরকারের উচিৎ প্রতিটি টিভি চ্যানেলের মাধ্যমে জরুরী যোগাযোগের জন্যে মোবাইল নম্বর ( নিকটস্ত সেনাবাহিনীর ) প্রচার করা, যাতে সাধারন জণগন কালক্ষেপন না করে দ্রুত সঠিক সংবাদটি সঠিক জায়গায় পৌছে দিতে পারে। ফলে সব সত্য উদঘাটিত হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৯ বিকাল ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




