শেখ হাসিনা বলেন, মহাচোরদর ধরা হোচ্ছে৷ এটাকে সাধুবাদ জানাই৷ কিন্তু মহাচোরদের সাথে আওয়ামী লীগারেদর চোর বানানোর চেষ্টা দুঃখজনক৷
আওয়ামী লীগ হলে চোর হয়না।
তাহলে তো আওয়ামী লীগ করতে হয়।
তাহলে কি আওয়ামী লীগ "গংগার জল", সব পাক পবিত্র হয়ে যায়।
আমি আওয়ামী লীগ করতে চাই।
তার পর আমার ব্যান্ক হবে,কারখানা হবে, কিন্তু আমিতো ধোয়া তুলশি পাতা।
কোন আওয়ামী লীগার কি আছেন আমায় একটু সাহায্য করেন।
আমি বলব আমার আছে ট্রাম্প কার্ড কিন্তু হার্টের ব্যমো।
কারো কি দয়া হবে।আছেন কি কোন আওয়ামী লীগার ??
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৭ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




