somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্ল্যাক হোল-৮(নক্ষত্রের জীবনচক্র) (collected from তমাল গুরু)

১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিভাবে নক্ষত্রের মৃত্যু হয় এবং সুপারডেন্স বস্তু সৃষ্টি হয় এটা বোঝার জন্য কিভাবে নক্ষত্র সচল থাকে তা সম্পর্কে প্রাথমিক ধারনা থাকা প্রয়োজন।মানুষের মতই নক্ষত্র জন্মগ্রহন করে এবং তার নিজস্ব জীবন-যাপন শেষে একসময় মৃত্যুবরন করে।সূর্যের মত একটি নক্ষত্রের সৃষ্টির ক্ষেত্রে প্রাথমিকভাবে যে জিনিসটি গুরুত্বপূর্ণ তা হল মহাশুন্যে ভেসে বেড়ানো প্রকান্ড আকারের ও ভরের গ্যাস ও ধুলিকণার মেঘ।বিস্ফোরিত নক্ষত্রের বিস্ফোরনের ফলে সৃষ্ট ধাক্কার ফলে ঐ নক্ষত্রের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাস অনুসমূহ এবং ধূলিকাণার সমন্বয়ে এই মেঘের সৃষ্টি হয়।এই ধাক্কার ফলে কোথাও এই গ্যাস ও ধুলিকণাসমূহ আরও ছড়িয়ে পড়ে আবার কোথাও খুবই সংকুচিত হয়ে পড়ে।এই ধরনের একটি বিশাল মেঘ যদি যথেষ্ট পরিমাণে সংকুচিত হতে পারে তবে তখন মহাকর্ষ বলের ফলে এটি সময়ের সাথে সাথে আরও সংকুচিত হয়।এই সংকোচনের ফলে যেহেতু অভ্যন্তরীন গ্যাস এবং ধুলিকণাসমূহের মধ্যে সংঘর্ষের পরিমান বেড়ে যায় তাই তাপ উৎপাদিত হয় যা গ্যাসকণা ও ধুলিকণাসমূহের তাপমাত্রা বাড়ায়।আস্তে আস্তে এই তাপমাত্রা বাড়তে বাড়তে এক পর্যায়ে চুল্লীর মত গরম হয় এবং সবশষে প্রায় কয়েক মিলিয়ন(দশ লক্ষ=১ মিলিয়ন) বছর পর এর তাপমাত্রা হাইড্রোজেন ফিউশান(যে প্রক্রিয়ায় দুইটি অপেক্ষাকৃত কম ভরের নিউক্লিয়াস সংযুক্ত হয়ে বড় ভরের নিউক্লিয়াস তৈরি করে) রিএকশানের জন্য প্রয়োজনীয় তাপমাত্রায় উন্নীত হয় এবং নিউক্লিয়ার রিএকশানের সূচনা হয়।এই সময়ে ওই মেঘের Core থেকে চোখ ধাঁধিয়ে দেয়া আলো এবং অন্যান্য শক্তি বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসার সময় মেঘের এই আস্তরনের বাইরের ঠান্ডা অংশকে উড়িয়ে নিয়ে যায় এবং রেখে যায় বিশালাকৃতির সাদা,উষ্ণ গ্যাসীয় গোলক,যা হল একটি সদ্য জন্মপ্রাপ্ত তারকা।
এই নতুন তারকার ভিতরে কয়েক বিলিয়ন বছর সয়ংক্রিয়ভাবে নিউক্লিয়ার ফিউশান রিএকশান চালিয়ে যাওয়ার মত হাইড্রোজেন অনু মজুদ থাকে।এবং জীবনচক্রের এই বিশাল সময় সময় ধরে এটি তাপ এবং আলোকশক্তি উৎপাদন করতে থাকে।যদি সোউরজগতের অন্যান্য শর্তসমূহ যেমন গ্রহের সৃষ্টি,গ্রহের হ্যাবিটেবল জোনে থাকা বা তারকা থেকে গ্রহের সঠিক দূরত্ব,পানির উপস্থিতি,পর্যাপ্ত তাপ ও আলোকশক্তির সরবরাহ এগুলো নিশ্চিত হয় তবে সেই সৌরজগতে প্রাণের বিকাশ সম্ভব।যতক্ষণ পর্যন্ত সৌরজগতের তারকা সুস্থিত(Stable) থাকবে ততক্ষণ পর্যন্ত ঐ প্রাণীজগতের উপর বড় ধরনের কোন বিপর্যয় থাকবে না।
একটি তারকার এত দীর্ঘ সময় ধরে সুস্থিত থাকার কারণ হলো এর অভ্যন্তরে সৃষ্ট দুইটি বিপরীতধর্মী অত্যন্ত শক্তিশালী বল যা পরস্পরের মধ্যে সাম্যাবস্থা সৃষ্টি করে।এর মধ্যে একটি হল মহাকর্ষ বল যা তারকার বহির্ভাগকে তীব্র অন্তর্মুখী চাপের মাধ্যমে ভেতরের দিকে টেনে আনে।বিগলম্যান এবং রিসের মতে যেহেতু সূর্য বৃহস্পতি থেকে প্রায় কয়েক হাজার গুণ ভারী তাই সেহেতু এটা যদি উত্তপ্ত বস্তু না হত তাহলে এর মহাকর্ষের ফলে এটা এতই সঙ্কুচিত হত যে এর ঘনত্ব সাধারণ কঠিন পদার্থ থেকে কয়েক মিলিয়ন গুণ বেশি হত।সেক্ষেত্রে এর আয়তন হত আমাদের পৃথিবীর মতই কিন্তু এর ভর হত পৃথিবীর ভরের প্রায় তিন লক্ষ ত্রিশ হাজার গুণ।
কিন্তু আমরা জানি যে সূর্য আসলে একটি উত্তপ্ত গোলক এবং এটা ঠান্ডা নয়।সূর্যের মত নক্ষত্র এর অভ্যন্তরে প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করে যেটা দ্বিতীয় প্রকারের বলের উৎস।নক্ষত্রের কেন্দ্রে নিউক্লিয়ার রিএকশানের মাধ্যমে প্রচন্ড তাপ,আলো এবং ক্ষুদ্র বস্তুকণা উৎপন্ন হয় যা বাইরের সার্ফেসের দিকে ধাবিত হয়।উদাহরণস্বরূপ সূর্যের অভ্যন্তরে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা ১০০ মিলিয়ন(=১০কোটি) পারমাণবিক বোমা একত্রে বিস্ফোরিত হলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার সমতুল্য।যখন এই বিশাল শক্তি বাইরের পৃষ্ঠের দিকে ধাবিত হয় তখন তা তীব্র বহির্মুখী চাপের সৃষ্টি করে।এই চাপ মহাকর্ষের ফলে অন্তর্মুখী বলকে প্রতিহত করে।বিগলম্যান এবং রিস সংক্ষেপে বলেন,
“সূর্যের কেন্দ্রের দিকে(core) এ তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রী যা এর বাইরের উজ্জ্বল পৃষ্ঠের তাপমাত্রা থেকে কয়েক হাজার গুণ বেশি।এই উচ্চ তাপমাত্রায় সূর্যের অভ্যন্তরে পারমাণবিক নিউক্লিয়াসসমূহ ১০০ কি.মি./সেকেন্ড গতিতে ছুটোছুটি করে।এই শক্তির মাধ্যমেই সূর্য এবং এর মত অন্যান্য নক্ষত্র এর ভিতরের তীব্র মহাকর্ষ বলকে প্রতিহত করে।
পরস্পরবিমুখী এই দুই বলের ভারসাম্যের ফলেই সূর্য এবং এর মত অন্যান্য নক্ষত্র সুস্থিতি লাভ করে।জোর্তিবিজ্ঞানীদের মতে আমাদের সূর্য কয়েক বিলিয়ন বছর ধরে এর সুস্থিত অবস্থায় আছে এবং আরও কয়েক বিলিয়ন বছর এই অবস্থা বিরাজ করবে।যার মানে হল মানুষ এবং অন্যান্য প্রাণীর মতই সূর্যও অনন্তকাল বেঁচে থাকবে না।এর জ্বালানী ফিরিয়ে যাবার পরিণামস্বরূপ এটি মৃত্যুর পথ ধরবে এবং আকস্মিকভাবে এটি এর অভ্যন্তরের অধিকাংশ বস্তু নিয়ে তীব্র ঘনত্বের বস্তু সৃষ্টি করবে।তারকার প্রাথমিক ভরের উপর ভিত্তি করে এটি তিন ধরণের বস্তুতে পরিণত হতে পারে যার প্রতিটি ক্ষেত্রেই একটি সুপারডেন্স অবজেক্ট সৃষ্টি হবে।যার মধ্যে দুইটি হচ্ছে শ্বেত বামন(হোয়াইট ডর্ফ) এবং নিউট্রন তারকা(নিউট্রন স্টার)। আর তৃতীয়টি হচ্ছে ব্ল্যাক হোল নিজেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঝিনুক ফোটা সাগর বেলায় কারো হাত না ধরে (ছবি ব্লগ)

লিখেছেন জুন, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:০৯

ঐ নীল নীলান্তে দূর দুরান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। ১৯২৯ সালে রবার্ট মোস নামে এক ব্যাক্তি লং আইল্যান্ড এর বিস্তীর্ণ সমুদ্র... ...বাকিটুকু পড়ুন

মামুনুলের মুক্তির খবরে কাল বৃষ্টি নেমেছিল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৩ রা মে, ২০২৪ রাত ৯:৪৯


হেফাজত নেতা মামুনুল হক কারামুক্ত হওয়ায় তার অনুসারীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। কেউ কেউ তো বলল, তার মুক্তির খবরে কাল রাতে বৃষ্টি নেমেছিল। কিন্তু পিছিয়ে যাওয়ায় আজ গাজীপুরে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ অপেক্ষা

লিখেছেন রানার ব্লগ, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২৩



গরমের সময় ক্লাশ গুলো বেশ লম্বা মনে হয়, তার উপর সানোয়ার স্যারের ক্লাশ এমনিতেই লম্বা হয় । তার একটা মুদ্রা দোষ আছে প্যারা প্রতি একটা শব্দ তিনি করেন, ব্যাস... ...বাকিটুকু পড়ুন

×