somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিএস প্রিলির জন্য বাংলা বিষয়ে যা পড়বেন

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসিএস প্রিলিতে ৬ টি বিষয়ে অন্তর্ভুক্ত থাকে। বাংলা এর মধ্যে অন্যতম।২০০টি প্রশ্নের মধ্যে মোট ৩৫ টি প্রশ্ন আসে বাংলা বিষয়ে। বিগত বছরের প্রশ্নগুলোর আলোকে বলা যায় আগে বাংলা বিষয়ে ব্যাকরন থেকে বেশি প্রশ্ন করা হত।

বাংলাঃ ৩৫ নম্বর
বাংলার সিলেবাসে দুটি অংশ। সাহিত্য - ২০ নম্বর। ভাষা – ১৫ নম্বর,
সিলেবাস বিশ্লেষণঃ

সাহিত্যঃ ২০ নম্বর
সিলেবাসে সাহিত্যের জন্য আবার ২টা অংশ ।
প্রাচীন ও মধ্যযুগ - ৫ নম্বর,
আধুনিক যুগ - ১৫ নম্বর।

বাংলা সাহিত্যের বিষয়ে ২০টি প্রশ্ন ভালো ভাবে উত্তর করার জন্য যে যে বিষয়ে ভালোভাবে পড়তে হবেঃ

১) বাংলা ভাষার ইতিহাস, বাঙ্গালা ও বাঙ্গালী, বাংলা ভাষা ও লিপি

২) বাংলা ভাষার যুগ বিভাগ

i) প্রাচীন যুগ ও বাংলা সাহিত্যঃ চর্যাপদ

বাংলা সাহিত্যের ইতিহাস, যুগবিভাগ ও চর্যাপদ

ii) মধ্যযুগ ও বাংলা সাহিত্যঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী, মুসলিম সাহিত্য, অনুবাদ সাহিত্য, গীতিকা

বাংলা সাহিত্যের যুগবিভাগ (মধ্যযুগ ও অন্যান্য) -১

বাংলা সাহিত্যের যুগ বিভাগ (মধ্যযুগ ও অন্যান্য) - ২

iii) আধুনিক যুগ ও বাংলা সাহিত্যঃ গদ্যের কথা, ফোর্ট উইলিয়াম কলেজ এবং আধুনিক যুগের কবি লেখকদের জীবনী।

৩) আধুনিক কবি-লেখকদের জীবনী ও অন্যান্য বিষয়ে পড়তে হবে।
নিচে কবি লেখকদের তালিকা দেওয়া হলঃ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্রপাধ্যায়, মাইকেল মধূসুদন দত্ত, মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দিন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ফররুখ আহমদ, কায়কোবাদ, শরতচন্দ্র চট্রোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, আবু ইসহাক, আব্দুল্লাহ আল মামুন, আবু জাফর ওবায়দুল্লাহ, আল মাহমুদ, আল ফজল, আলাউদ্দিন আল আজাদ, আবুল মনসুর আহমদ, আবুল হাসান, আহসান হাবীব, জহির রায়হান, জীবনান্দ দাশ, প্রমথ চৌধুরী, প্যারীচাঁদ মিত্র, মানিক বন্দোপাধ্যায়, মুনীর চৌধুরী, শওকত ওসমান, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ মুজতবা আলি, সেলিম আলদিন, শামসুর রহমান, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, নির্মলেন্দু গুণ, দিলারা হাসেম, দ্বিজেন্দ্রলাল রায়, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ুন আহমদ, জাহানারা ইমাম, রাবেয়া খাতুন, কবীর চৌধুরী, রাজিয়া খান, গোলাম মোস্তফা, সিকান্দার আবু জাফর, কাজী মোতাহার হোসেন, সুকান্ত ভট্রাচার্য, তারাশঙ্কর বন্দোপাধ্যায়।



এই সকল কবি-লেখকদের যে বিষয়টি পড়তে হবে তা হলঃ

জন্ম-মৃত্যু সাল, জন্মস্থান, উল্লেখযোগ্য রচনা, সম্পাদিত পত্রিকা, পত্রিকার নাম, ছদ্মনাম, উপাধি, প্রাপ্ত পুরষ্কার।

এছাড়া আরো যা পড়া উচিত, উল্লেখযোগ্য মুক্তিযুদ্বভিত্তিক রচনা, উপন্যাস, কাব্য, ছড়া।

বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ, ভ্রমণ কাহিনী, প্রহসন, নাটক নাম এবং এগুলোর রচনাকারীদের নাম।



বাংলা সাহিত্যের প্রথম যা তাও পড়তে হবে। যেমন প্রথম নাটক, প্রথম উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস। এইরূপঃ

প্রথম গীতিকাব্য, প্রথম বাংলা অনুবাদ, প্রথম সামাজিক নাটক, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী, প্রথম ট্রাজেডি নাটক, প্রথম একুশের কবিতা, প্রথম নাট্যকার, প্রথম মহিলা কবি, প্রথম সার্থক ঔপন্যাসিক, প্রথম মুক্তিযুদ্বভিত্তিক রচনা, প্রথম রামায়ণ অনুবাদ কারী ইত্যাদি।

২০ টি প্রশ্ন যেমন হয় তার একটি নমুনা হল

প্রাচীন সাহিত্য থেকে ২ টি

মধ্যযুগ থেকে ৩ টি

আধুনিক যুগের ১৫ টি [কবি লেখকদের জন্ম-মৃত্যু তারিখ/সাল, স্থান, উল্লেখযোগ্য রচনা, ছদ্মনাম/উপাধি, রচনাবলী, প্রাপ্ত পুরষ্কার, সম্পাদিত পত্র-পত্রিকার নাম, পত্রিকার ধরন, উল্লেখ্যযোগ্য গ্রন্থ, পুরষ্কারপ্রাপ্ত গ্রন্থ ইত্যাদি]


আধুনিক যুগের কবি লেখকদের মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম থেকে ১ টি প্রশ্ন আসেই।

আর অন্যন্য লেখকদের থেকে আসে। তবে একটা জিনিস লক্ষণীয় আমরা কিন্তু সবাই এসএসসি সিলেবাসে যেই গল্প-কবিতাগুলো পড়েছি সেইগুলোই সব সময় দেখার চেস্টা করি। কিন্তু আমি উপরে যেই কবি-সাহিত্যিকদের তালিকা দিলাম তাদের রচনাবলী ও জীবনী পড়তে হবে। যেমন দীনবন্ধুমিত্রের রচনা নীল দর্পন আমাদের সিলেবাসে ছিলনা তাই অনেকেই দীনবন্ধু মিত্রের জীবনী পড়বে না ... কিন্তু উনার সম্পর্কেও বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে একাধিকবার।

ভাষাঃ ১৫ নম্বর
বিষয়সমূহঃ প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস।

ক) প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীত শব্দঃ

‘ভুল-শুদ্ধি’ এবং ‘পরিভাষা’ পূর্বের লিখিত সিলেবাসে ছিল। তাই লিখিত এর যেকোন গাইড দেখতে পারেন। অবশ্য লিখিত পরীক্ষাতে যে সব বাক্যশুদ্ধি অপরিভাষা এসেছিল, সেগুলো আগে দেখুন। সিলেবাসে ‘বানান ও বাক্যশুদ্ধি’, ‘সমার্থক ও বিপরীত শব্দ’এর জন্য এইচ, এস, সি লেভেলের ব্যাকরণ বই টা দেখতে পারেন। সেই সাথে সিলেবাসে উল্লেখ না থাকলেও নবম দশম শ্রেণীর বোর্ডের ব্যাকরণ বইয়ে কয়েকটা অধ্যায় দেখতে পারেন।
ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, বাক্য (বাক্যের গুণ মানে আকাংক্ষা, আসত্তি, যোগ্যতা), বচনের অধ্যায়ের কিছু নিয়ম আছে।

খ) ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাসঃ
এই টপিকগুলো নবম-দশম শ্রেণীর বোর্ডের ব্যাকরণ বই থেকে পড়া উচিত। কিন্তু সিলেবাস কি এইটুকুতেই যথেষ্ট? একটু ভালো করে লক্ষ্য করুন। সিলেবাসে ‘শব্দ’ উল্লেখ আছে। এর অর্থ কি? শুধু শব্দ অধ্যায় নাকি শব্দতত্ত্ব বুঝিয়েছে! আবার প্রত্যয়, সমাস এগুলো উল্লেখ আছে। এইগুলো দিয়ে কিন্তু শব্দ তৈরি হয়। কিন্তু উপসর্গ, বচন, লিঙ্গ এগুলো উল্লেখ নাই। এইগুলো আবার শব্দতত্ত্বে অধীনে। পূর্বের প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে অনুমান করা যায় যে, উপসর্গ, বচন এইগুলো থেকে অনেক প্রশ্নই এসেছে। তাই এখানে কি পড়বেন একটু চিন্তাভাবনার বিষয় আছে! তবে সহজ সিদ্ধান্ত হচ্ছে, সিলেবাসে সরাসরি যে সব অধ্যায় উল্লেখ আছে সেগুলো আগের পড়ুন এবং সেই বিষয়ক অন্য অধ্যায়গুলো পড়ে প্রশ্ন কাভার করুন।

ধ্বনি, বর্ণ, উচ্চারণ স্থান, ধ্বনি পরিবর্তন, শব্দ, শব্দের শ্রেণীবিভাগ (উৎপত্তি, গঠন ও অর্থ অনুসারে), পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস এগুলোর জন্য নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটাতে আলাদা আলাদা অধ্যায় আছে। আর এর সাথে সম্পর্কিত অধ্যায়গুলো বাদ দেয়া যাচ্ছে না।
এর মানে কি? এর মানে হল – এই অধ্যায়গুলোর গুরুত্বও কিন্তু বেড়ে গেল। আর এতদিনে নিশ্চয়ই পূর্বে আগত প্রিলিমিনারী প্রশ্নগুলো বিশ্লেষণ করেছেন। তাহলে বুঝে নিন কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ।

** ভাষা অংশে কি কি পড়তে হবে তা সুজন দেবনাথ ভাইয়ের পোস্ট থেকে কপিকৃত


বিসিএস প্রিলিতে ভালো বাংলা বিষয়ক প্রয়োজনীয় বই সমূহঃ
(১) নবম-দশম শ্রেণীর গদ্য-পদ্য বোর্ড বই
Download Class IX-X Bangla Book
(২) নবম-দশম শ্রেণীর বোর্ডের বাংলা ব্যাকরণ বই
(৩) হায়াত মাহমুদের লেখা বাংলা ব্যাকরণ বই
(৪) সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর
(৫) লাল নীল দীপাবলি – হুমায়ূন আজাদ


সবাইকে ধন্যবাদ
পরবর্তী লেখা থাকবে ইংরেজী বিষয়ের উপর।

Find / Follow me on Facebook:
https://www.facebook.com/neelchy
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মামুনুলের মুক্তির খবরে কাল বৃষ্টি নেমেছিল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৩ রা মে, ২০২৪ রাত ৯:৪৯


হেফাজত নেতা মামুনুল হক কারামুক্ত হওয়ায় তার অনুসারীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। কেউ কেউ তো বলল, তার মুক্তির খবরে কাল রাতে বৃষ্টি নেমেছিল। কিন্তু পিছিয়ে যাওয়ায় আজ গাজীপুরে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ অপেক্ষা

লিখেছেন রানার ব্লগ, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২৩



গরমের সময় ক্লাশ গুলো বেশ লম্বা মনে হয়, তার উপর সানোয়ার স্যারের ক্লাশ এমনিতেই লম্বা হয় । তার একটা মুদ্রা দোষ আছে প্যারা প্রতি একটা শব্দ তিনি করেন, ব্যাস... ...বাকিটুকু পড়ুন

মসজিদে মসজিদে মোল্লা,ও কমিটি নতুন আইনে চালাচ্ছে সমাজ.

লিখেছেন এম ডি মুসা, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১০:২৩

গত সপ্তাহে ভোলার জাহানপুর ইউনিয়নের চরফ্যাশন ওমরাবাজ গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লোকটি নিয়মিত মসজিদে যেত না, মসজিদে গিয়ে নামাজ পড়েনি, জানা গেল সে আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, স্বীকারোক্তিতে সে... ...বাকিটুকু পড়ুন

×