
আজ বইমেলায় গিয়েছিলাম দু'বার। শুক্রবার হবার কারণে আজ মেলা শুরু হয়েছে সকাল ১১টায়। শান্তা আর আমি স্টল গুছিয়ে বসার পরে এক রঙা এক ঘুড়ি প্রকাশনীর স্টলে এলেন জাহেদ ভাই। তিনি কথাসাহিত্যিক আবু সাইদ লিপু ভাইয়ের উপন্যাস 'জলের গান' সংগ্রহ করলেন। আমরা দুজন কিছুক্ষণ মেলা ঘুরে দেখলাম। লিটল ম্যাগে গেলাম একবার। তারপর আরও কিছু কাজ সেরে আমি অফিসে ফিরে এলাম।
বিকেলে স্টলে গেলো শিমুল। আজ মেট্রোরেল বন্ধ থাকায় আমাদের আসা ও যাওয়া কিছুটা ঝক্কির হলো। কী করা। আমি আবার বইমেলায় গেলাম সন্ধ্যায়। ঘুড়ির স্টল হতে শিমুলকে নিয়ে একবার পুরো মেলা চক্কর দিলাম। কিছুক্ষণ পর পরেই পরিচিত প্রকাশকদের স্টল। প্রকাশক নেতৃবৃন্দ সহ দেখা হলো অনেক লেখক কবিদের সাথে। বইমেলার এটাই আনন্দ। কতো কতো মুখের সাথে একটু পর পরেই দেখা হয়ে যায়। ঘুরে ঘুরে আড্ডা দিলাম। কুশল বিনিময় হলো। শ্রাবণ প্রকাশনী, ধ্রুবপদ, সব্যসাচী ঘুরে গিয়ে বসলাম পাঠক সমাবেশে। বিদ্যাপ্রকাশ খুঁজেই পেলাম না, খোকা ভাইয়ের স্টলে গেলেও ভালো লাগে অনেক। পাঠক সমাবেশ থেকে চা খাবার সময় স্টল থেকে ফোন এলো, শান্তা জানালো সময় টিভির লোকজন আসছে। আমি আর শিমুল স্টলে ফিরে এলাম। তার কিছুক্ষণ পরেই ঘুড়িতে এলেন কথাসাহিত্যিক ও গল্পকার হামিদ আহসান। এলো ঘুড়ির সাংগঠনিক সম্পাদক সোহেল সহ এক দল ক্ষুদে পাঠক। তারা সংগ্রহ করলেন নির্মাতা ও কথাসাহিত্যিক রেজা ঘটকের ছোটদের গল্পের বই। তিনি তাদের অটোগ্রাফ দিলেন। সবমিলিয়ে একটা হাল্কা হৈচৈ।
আমরা কিছুক্ষণ পর আবার চক্কর দিলাম লিটল ম্যাগ চত্বরের দিকে।
লিটল ম্যাগ চত্বর জমে উঠছে। দ্রষ্টব্য পরিবার দলবল সহ ছিল। ছিল আরও পত্রিকার লেখক সম্পাদকরা। এখানে আমার পত্রিকা মেঘফুল এর স্টলে আমি সময় দেবো ভাবছি। তুলনামুলকভাবে সারা মাসে আমি মেলার যেখানেই থাকি সবচেয়ে বেশি সময় থাকা হয় এই চত্বরেই। এখানেই আমাদের অনেক প্রিয় মুখ। আমাদের শুরুরটাও এই প্রাঙ্গণ থেকেই।
রাত সাড়ে আটটা পর্যন্ত আজ মেলায় প্রবেশ করা গেছে। ৯টার একটু আগে পর্যন্ত লিটল ম্যাগে কবি শাফি সমুদ্র গং এর সাথে আড্ডা দিয়ে ঘুড়িতে এসে প্রকাশক কবি দেখি রবীন আহসান সহ পুরো গ্যাং দাঁড়িয়ে আছে। স্টল থেকে সবাই একসাথে বের হলাম।
মেট্রোরেলের সুন্দর স্টেশনের নিচ দিয়ে টিএসসির দিকে হাঁটা দিলাম সবাই। বইমেলা শেষে এভাবেই প্রতিদিন আমরা দলবেঁধে আমরা বের হই। খাই দাই। তারপর আবার একটূ আড্ডা সেরে তবে বাসার পথ ধরি।
আজ মেলার প্রথম শুক্রবার গেলো। অনেকে পাঠক ক্রেতা দর্শনার্থী মেলায় এসেছিলেন। মেলা এখনো জমে উঠেনি। অনেক স্টলের কাজ এখনো বাকি। আশা করছি আগামী ২/৩ দিনের মধ্যে মেলা ফিরে পাবে তার চিরন্তন চেনা চেহারা।
নীলসাধু
#বইমেলাথেকেফিরে













সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


