
'আলোকিত মানুষ চাই' স্লোগানে পথচলার ৪৫ বছর পূর্তি উদযাপন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সববয়সী মানুষের মাঝে বই পড়ার আনন্দ ছড়িয়ে দিতে কাজ করে যাওয়া বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে গিয়ে দেখা যায় শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ভিড়। তেমনি এসেছেন বয়োজ্যেষ্ঠ সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও।
বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অডিটোরিয়ামে স্থান সংকুলান না হওয়ায় ভবনটির বিভিন্ন স্থানে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান দেখানো হচ্ছে। সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠান চলছে এখনো !
বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছরের পথচলায় অর্জনের শেষ নেই। মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য। আলোর পথের এ যাত্রা অব্যাহত থাকবে এই আশাবাদ।











সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


