
শ্রীহীন
অধপতিত জনসমাগমে
ভিন্ন একটি একটি বইমেলা পার করছি আমরা।
গত কয়েকবছর ধরেই একুশের চেতনায় উদ্ভাসিত বইপ্রেমীদের প্রাণের বইমেলা তার নিজস্বতা, ভাবগাম্ভীর্য হারিয়ে ক্রমাগত বদলে যাচ্ছিল। এবার সেই বদলে যাওয়ার বিষয়টি সকলের কাছে স্পষ্ট হলো। প্রকাশক, লেখক, পাঠক, ক্রেতা, দর্শনার্থী, প্রকাশক সমিতি, বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয় সবাই মিলেই ভাবুন আগামীতে বইমেলাকে তার আপন বৈশিষ্ট্য, নিজস্বতা বজায় রেখে কিভাবে আয়োজন করা যায়।
কী পরিকল্পনা নিলে মেলা গতানুগতিক মেলা না হয়ে প্রাণের মেলা হিসেবে থাকতে পারে তা নিয়ে ভাবনা ও কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে।
#বইমেলা২০২৪
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



