
বন্ধুরা আজ নতুন বছর শুরুর এই লগনে
সবুজ ঘাসে বসে আমি একা বিষণ্ন মনে।
ভাবছি তোমাদের কথা প্রতিটি ক্ষণে ক্ষণে।
আছি আমি একা এই দূর পরবাসে
নেই তোমরা আজ আমার পাশে।
রইলো একরাশ শুভেচ্ছা তোমাদের তরে
আগামি দিন গুলো ভরে উঠুক আনন্দের জোয়ারে।
অনাগত প্রতিটি ক্ষণ যেন কাটে সবার হেসে খেলে
পুরানো যত দুঃখ বেদনা ভুলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




