গত এক মাসে ভারতের সাথে করা চুক্তিগুলো বাতিল হইলো না। ইন ফ্যাক্ট, এইটা নিয়ে কোন শব্দই উচ্চারিত হইলো না।
কুইক রেন্টাল প্ল্যান্ট চুক্তিগুলোও বাতিল দুরে থাক। সংশোধনও করা হইলো না।
অথচ এরা বলতো প্রতি মাসে হাজার কোটি টাকা কুইক রেন্টাল প্ল্যান্টগুলোতে দুর্নীতির মাধ্যমে দেয়া হচ্ছে।
সেই টাকা কি গত এক মাসে তারা খাইছে এখন?
বাংলাদেশে কর্মরত ২৬ লাখ ভারতীয়র ২৬ জনের তালিকাও দিতে পারলো না।
ডিপোর্টেশন তো দূর কি বাত।
অথচ গত ১৬টা বছর এগুলো নিয়ে মানুষের মধ্যে ভারতবিদ্বেষ, হিন্দুবিদ্বেষ ছড়াইছে। কাঁচা গু জুতাতে মাখায়ে এসব মিথ্যুকদের মুখে মাখানো উচিত।

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




