ভাঙ্গার কথা ছিলো অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি, স্বজনপ্রীতি। কিন্তু আপনারা মাজার শরীফ, দরগা শরীফ ভাঙছেন। যুক্তি হচ্ছে, ঐসব জায়গায় মাদক সেবন হয়, গান বাজনা হয়। বুঝলাম, আপনারা আপনাদের স্বাধীন দেশে মাদক চান না, গানবাজনা চান না। আপনাদেরতো এখন অনেক শক্তি! আপনাদের দল ক্ষমতায়। শুধু আউল বাউল ফকিরদের সাথে শক্তি দেখাইলে ক্যামন দেখায়!
আর এদিকে, হোটেল ৭১, ব্লু র্যাডিসন, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, চট্টগ্রাম ক্লাব সহ যত ক্লাব এবং মদের বার আছে এসব জায়গার গান বাজনা আর মদ কি হালাল? এদের ব্যাপারে আপনাদের ঈমানী শক্তির জোর কোথায়?
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৫