“ফলস ফিলিংস" নিয়েই একটা শ্রেণী মহাসুখে জাবর কাটছে। এই টার্মটার সাথে ক্যাম্পাস জীবন থেকেই পরিচিত। কোন মেয়ে পাত্তা না দিলেও, তার সাথে মিথ্যা প্রেমের গল্প বানিয়ে অনেক বন্ধুরা এই “ফলস ফিলিংস" নিতো। আমরা বুঝতাম এটা ভূয়া, কিন্তু মজা নেয়ার জন্য, আমরাও মজা করে সেই গল্পগুলো শুনতাম।
এখনো অনেকের ফলস ফিলিংস দেখে মজা পাই। সেপ্টেম্বরের শুরুতে হঠাৎ একটি প্রচারনায় ফেসবুক গরম হয়ে গেলো। কিছু ম্যাধাবী বলা শুরু করলো, মাত্র সাতজন নিয়ে ইউনুস সাহেব জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন। জানি ভূয়া, তাই হাসলাম এবং শুনলাম। পরে এই সংখ্যা হলো প্রায় ৭০ জন। যা আগের সরকারের খরচের চেয়ে একটুও কম না।
মিরপুর ১০ ও কাজী পাড়া মেট্রো ষ্টেশন ঠিক করা হলো তিন মাসে মাত্র সোয়া কোটি টাকায়। এটা প্রচার করে তারা আরেকবার ফলস ফিলিংস নিলো। বিহাইন্ড দ্যা সিন হচ্ছে, অন্য ষ্টেশনের যন্ত্রপাতি ও মালামাল এনে ওখানে স্থাপন করা হয়েছে। বুঝতে পারছিনা, মাল বহন করতেই সোয়া কোটি টাকা কেন লাগলো!
তাহাদের গতকালের ফলস ফিলিংস হচ্ছে, দেশের রিজার্ভে হাত না দিয়েই ঋণ করার মত গৌরবময় কাজ করেছে তাদের সরকার। ফলস ফিলিংস নেয়ার উত্তেজনায় তারা বলতে ভুলে গেলো যে, ৪.২ বিলিয়ন ডলার বিদেশী ঋণ নিয়ে, সেখান থেকে ১.৮ বিলিয়ন ঋণ শোধ করেছে। রিজার্ভে হাত দেয়নি এটা ভাবেই তারা মহাখুশী, পুরাই কমেডি।
তবুও, ফলস ফিলিংস নিয়ে তারা দ্রব্যমূল্যটা কমিয়ে রাখুক…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




