একটা রেলের গাড়ি, চলে গেল ঠিক
বুকের উপর দিয়ে, ঝিক ঝিক ঝিক।
আমার বলার মত, কত ব্যথা ছন্দ
নিশ্চুপ নির্দয় ছিল, যত কথা-নন্দ।
হিসাব কষার দিন, রাত চুপ চাপ
আমার সম্মুখে ছিলে, করে খুব পাপ।
সে-পাপ পাপের মত, এভাবে হারালো
আমার মরণ যত, তোমাতে গড়ালো।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


