
হুম.......এই মিষ্টি মেয়েটার বাবা আমি!!!
টুকটুক করে আজ সে জেএসসি পরীক্ষার্থী।
তবে পরীক্ষা-টরীক্ষা যা'ই থাকুক; তথাকথিত ভাল-ফলাফলের অহেতুক চাপ যেন না থাকে তার মাথায়।
তিতীর্ষা'কেও বলে দিয়েছি - পরীক্ষার হলে যদি ঘুমও আসে তো ঘুমকেই যেন প্রাধান্য দেয়, পরীক্ষাকে নয়।
তিতীর্ষার দেহ-মন যেন থাকে শান্ত, শঙ্কাহীন, ভারমুক্ত, ফুরফুরে.......সবসময়!!
[বাপী]
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




