
হাত বাড়িয়ে যখন আমি জোৎস্না ধরতে চাই,
মুচকি হেসে চাঁদটা বলে , সে তো তোমার নয়।
মাথার উপর বিশাল চাঁদ শূণ্যে ভাসমান।
চাঁদের সাথে আমিও আজ দদ্যুল্যমান।
চাঁদের হাসি যায়কি ভোলা, মাথায় করে ভর।
শুন্যে হাসি ,শুণ্যে ভাসি, বিশালতায় হারিয়ে বাঁচি।
যায় কি বাঁচা!
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন,
জোছনা রাতে মুগ্ধ কেন আমার এ নয়ন।
মুগ্ধতায় লুকিয়ে থাকে বিষন্নতার ছন্দ,
বদলে ফেলে জীবনটাকে হারিয়ে যায় স্বপ্ন।
তবুও চাঁদ তুমি মায়াবীনি,
কাঁঠালীচাঁপার গন্ধের মত
তোমারও জোছনা রবে চির অম্লান।
আমার সাধ্য কি আর আছে।
তাই তো আজও আমি ব্যাগ ভর্তি শূন্যতা নিয়ে ,
হেটে চলি খালিপায়ে, শহরের অলিতে গলিতে।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



