তোমাকে ত বলেছি আমার সব কথা
যতটুকু বলা যায় সবই বলেছি তোমায়
তবুও কেন বোঝনি এই আমায়
কেন মরিচিকা হয়ে ডেকেছিলে বারেবার
কিছু কথা থাকে যা কখনও বলা যায়না
শুধু অনুভবে মিশে রয় সেসব কথা
হৃদয় নিংড়ানো আবেগে ভাসিয়েছি সেসব কথা
তার পরও তুমি রেখে গেলে শুধু শ ণ্যতা
তোমায় কখনও হারাতে চাইনি আমি
তুমিহীনা আমি, এমনটি কখনও ভাবিনি
তাই হঠাৎ কালস্রোতে যখন হরালাম তোমায়
সুখ সময়ের তার গুলো ছিড়ে গেল, রইল শুধু দুঃসময়
আজ আর কাউকে ভালোবাসিনা আমি
কষ্টের নীল রাস া ধরে পথ চলি একাকী
অশু্র দিয়ে রেখেছি তোমায়, হৃদয়ের ফ্রেমে বেঁধে
অশু্র দিয়েই আগলাবো তোমায়, দেবনা কভু ফিরে যেতে
আমি হেরেছি তোমার কাছে
আর তুমি হারলে আমার ভালোবাসার কাছে
তবুও তোমায় জয়ী ভেবে ফিরে এলাম আমি
চিরকাল সুখে রও, আমার হৃদয়ের তুমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



