~::~ স্কুলবাসে সন্তান প্রসব করল ১২ বছরের ডাচ শিশু ! ~::~
১২ বছরের এক বালিকা স্কুলে যাবার পথে স্কুলবাসে সন্তান জন্ম দিয়ে তোলপাড় ফেলে দিয়েছে! এই ঘটনার পর পুলিশ নবজাতকের পিতাকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে। নেদারল্যান্ডসের আমস্টারডামের গ্রোনিনজেন এলাকার বাসিন্দা ওই বালিকা স্কুলে যাবার পথে প্রচন্ড পেটে ব্যাথার কথা জানায়। শিক্ষকরা প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে অ্যাম্বুলেন্স খবর দেন। অ্যাম্বুলেন্সে মেডিক্যাল টিম এসে জানায় এটা প্রসব বেদনা! সবাইকে অবাক করে দিয়ে মেয়েটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। খবর ফক্স নিউজের।
মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তানের পিতা কে, এই প্রশ্নে মুখ খুলছে না মেয়েটি। তবে পরিবারের সদস্যরা সন্দেহ করছে তার জন্মদাতা পিতা নিজেই কন্যার এই সর্বনাশ করেছেন! এমন সন্দেহ করার কারণ হচ্ছে মেয়েটির বাবা বেশ কয়েক বছর আগে তার বড় মেয়ের উপর যৌন নির্যাতন চালিয়ে দুই বছর জেল খেটেছিলেন। সদ্য মা হওয়া ১২ বছর বয়সী মেয়েটি তার বাবা ও ভাইয়ের সঙ্গে একটি বাড়িতে বাস করত। তার বড়বোন মিডিয়াকে বলেছেন, 'আমি ওকে আগেই বাবার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলাম। এখন যা ঘটল তাতে মুখ দেখানোর উপায় থাকল না।'
এই ব্যাপারে নেদারল্যান্ডস পুলিশ একটি বিবৃতি দিয়েছে। এত বলা হয়েছে, ১১ বছর বয়সে মেয়েটির গর্ভসঞ্চার হয়েছে। এর পেছনে যে পুরুষই দায়ী থাকুন না কেন তিনি একটি শিশুর সঙ্গে শারিরীক সম্পর্ক গড়েছেন। অর্থাৎ ২৪৪ ধারায় ফৌজদারি অপরাধ করেছেন। আর তার পিতা নিজে যদি এই ঘটনার পেছনে দায়ী হয়ে থাকেন তবে ইনচেস্ট আইনে আরেকটি মামলা হবে। অর্থাৎ অপরাধী যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি।
বিস্তারিত নীচের লিঙ্কেঃ
Twelve-Year-Old Dutch Girl Gives Birth During School Trip
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




