যারা গল্প পড়তে ভালোবাসেন, বিশেষ করে পুরাণ গল্প বা মিথোলজির গল্প সংকোলন; তাদের জন্য এবার বইমেলায় জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দুই বাংলার সেরা লেখক/লেখিকাদের গল্প নিয়ে গল্প সংকোলন "প্যাপিরাসে পুরাণ"!
নিচে এখানে কার কার গল্প আছে সেটা দেওয়া হয়েছে ছবিতে।
একুশে বইমেলায় জাগৃতি প্রকাশনী স্টল থেকে এটা সংগ্রহ করতে পারেন।
এখানে লেখা দেওয়ার জন্য একটা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল দুই বাংলার লেখক লেখিকার মাঝে।
সেখানে সেই প্রতিযোগীতায় আমার গল্পটা ১ম হয়েছিল। সেটার ছবিও দিলাম নিচে।
তবে গল্প যারা পড়েন, গল্প ভালোবাসেন তারা নিঃসন্দেহে এটা পড়তে পারেন। দুর্দান্ত সব গল্প আছে এখানে।
সাথে আছে দেশের সেরা কিছু লেখক লেখিকার গল্প, বাড়তি পুরস্কার হিসাবে।
শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৯