
ভারতের কাশ্মীরের সম্প্রতি যে ঘটনাটা ঘটে গিয়েছে এটা নিয়ে অনেকের মধ্যেই সন্দেহ তৈরি হয়েছে যে আসলে ঘটনাটা কি?
ঘটনাটা কিছু না, ভারতের র'য়ের একটা সম্পূর্ণ সাজানো নাটক। একটা ঘটনা ঘটলে এর সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো যাচাই ও বাছাই করতে হয়।
বিবিসির একটা খবরে দেখতে পেলাম যে তারা দাবি করেছে ভারতের গোয়েন্দা সংস্থা জানতো যে এখানে এরকম কোন একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু তারপরও তারা সেখানে নিরাপত্তার জন্য কোন বাহিনী পাঠায়নি।
কেন পাঠাইনি?
কারণ তারা নিজেরাই এটা সৃষ্টি করেছে। ভারতীয় মিডিয়া গুলো সব জায়গায় প্রচার করেছে যে এখানে শুধুমাত্র হিন্দুদেরকে খুন করা হয়েছে। এটা একটা ডাহা মিথ্যা কথা আমি নিজেই ভারতীয় একটা মিডিয়া থেকে সংগৃহীত একটা তথ্য সংযুক্ত করলাম সেখানে দেখা যাচ্ছে অর্ধেকের বেশি মুসলিম।
হঠাৎ করে ভারতের ঘটনা ঘটালো কেন?
কারণ সারা ভারত জুড়ে সম্প্রতি বিজেপি ওয়াকফ আইন বাতিল করে তুলকালাম কান্ড সৃষ্টি করেছে। সমগ্র দেশে এখন মুসলিম ও হিন্দুদের মধ্যে ধর্মীয় সংঘাত সহ বিভিন্ন রকম রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা বিজেপি সরকারের পক্ষে থামানো সম্ভব হচ্ছে না। এর সমাধান হচ্ছে আর একটা নতুন গুজরাটের মতো সমস্যা সৃষ্টি করা। ভারতের মিডিয়া আর কিছু না, এগুলো হচ্ছে বিজেপির এক নাম্বার দালাল।
ভারত কি পাকিস্তানের আক্রমণ করবে?
কখনোই না। ভারতের এত বড় খেমতা নিয়ে যে পাকিস্তানে আক্রমণ করবে। ভারত পাকিস্তানের বর্ডারে ও এর আশেপাশে জায়গায় বিভিন্ন রকমের সিনেমার শুটিং করার মতন আয়োজন করবে।কিন্তু পাকিস্তানের কখনোই সরাসরি আক্রমণ করবে না। কেন করবে না, কারণ ভারতে সেই সাহস নেই। এটাই নির দারুণ বাস্তবতা। কারণ গোমুত্র খোররা জাতিগতভাবে খুবই ভীত প্রকৃতির।
তাহলে এই ঘটনার পরে কি ঘটতে পারে?
সামনে দিনগুলিতে বলিউডে আরও বড় বড় কিছু চরম হাস্যকর সিনেমা তৈরি হবে। আর সেগুলো স্টুপিড ভারতীয়দের গোমূত্র সাথে মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হবে। আর গুজরাটের খুনি মোদির কিছু জনপ্রিয়তার বাড়ানোর অপচেষ্টা করানো হতে পারে।
ভারতে মোদি সরকারের সমর্থন ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ঠিক এরকম কোন একটা ঘটনা ঘটানো দরকার ছিল, যেখানে দেশের পরিস্থিতি পুরোপুরি উল্টোদিকে চলে যায়। বাংলাদেশের রাজনীতিতে ধরাশয় হওয়া কিংবা ট্রাম্পের বিশাল শুল্ক আরোপ সবকিছু বিজেপি সরকারকে এখন টালমাটাল একটা অবস্থায় নিয়ে গিয়েছে। চা বানানে ওয়ালা এক লোকের কাছ থেকে এর চেয়ে সহজ বুদ্ধি আর কি বের হতে পারে। যেমন বেকুব, তেমনি তার চিন্তাভাবনা। একে শেখ হাসিনার সাথে বিয়ে দিয়ে গেলেও অন্তত হাসিনার কাছে কিছুটা বুদ্ধি পেত।
আগামী কয়েক দিন ভারতীয় মিডিয়াতে প্রচুর চিল্লাচিল্লি, যুদ্ধ নিয়ে বিভিন্ন বিবৃতি,নিউজ, ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন প্র্যাকটিস ইত্যাদি অনেক কিছুই দেখতে পারবেন। কিন্তু দিনশেষে নদীতে বাঁধ ছেড়ে দিয়ে পানি দেওয়া ছাড়া পাকিস্তানের কোন বালও এরা ছিড়তে পারবে না।
ভারতের সেনাবাহিনী পারে শুধু বাংলাদেশের বর্ডারে এসে নিরীহ কিছু মানুষকে গুলি করে মারতে। এদের মতন অপদার্থ সেনাবাহিনী সারা পৃথিবীতে আর কোথাও নেই।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২৫ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




