অধিকাংশ পারিবারিক কলোহ ও বিবাদের কারণে অনেকে আইনের দারস্থ হচ্ছে। আর একবার কোন পরিবার মামলা পর্যন্ত গড়ালে সেই পরিবারের ৯৯% পরিণতি দাড়াচ্ছে বিবাহ বিচ্ছেদ।
অধিকাংশ নারী নির্যাতন মামলা গুলো হয়, এমন" প্রথমে আপসে সম্পর্কে জড়ায়, পরে বিয়েতে রাজি না হলে মেয়েটা করে নারী নির্যাতন মামলা। "
আমরা সচেতন না হলে অপরাধ আরও বাড়বে। বাড়বে মামলা ও সমাজিক অশান্তি।
নারী নির্যাতন মামলা থেকে বাঁচার উপায়ঃ
আসুন আমরা সকলে একটা বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।