ইন্ডিয়ার বাংলাদেশ পলিছি নিয়ে লিখতে গেলে অনেক লেখা যাবে। আছে অনলাইন ও অফলাইন অনেক ডকুমেন্টস। আপনারা ইচ্ছে করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন।আমি শুধু কিছু কি ওয়ার্ড দিয়ে দিলামঃ
✔ গতকাল ভারতের কংগ্রেসের একজন বিধায়ক বেলেছেন "শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে সঠিক কাজ করেছে।"
✔ অপর একজন বিজেপির বিধয়ক বলেছেন "শেখ হাসিনা ভারতের অকৃত্রিম বন্ধু, তার বিপদে পাশে দাড়ানো উচিৎ। "
✔ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেস সচিবের ভূমিকায় আছে অলইন্ডিয়ান মিডিড়া। এক্ষেত্রে NDTV, জবাবচাই বাংলা অন্যতম।
✔ এছাড়াও যতোগুলো গুমরে ঘটনা ঘটেছে তাদের অধিকাংশকে ইন্ডিয়াতে পাওয়া গেছে।
✔বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল সৃষ্টির মাধ্যমে সুযোগ গ্রহণ।
✔দূর্বল সেনাবাহিনী গঠন
আরও অনেক স্পর্শকাতর বিষয় আছে যেগুলো শেয়ার করলাম না।
সর্ব বিষয় বিবেচনা করে একথা বলা যায়, ইন্ডিয়া বাংলাদেশ বলতে আওয়ামী লীগকে বুঝে থাকে।আমি মনে করি এতে বাংলাদেশে
ভারত বিরধীতার পরিমান আরও বাড়বে।শ্রীলঙ্কা, নেপাল ভুটানে যেভাবে ভারতের পলিছি ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মানুষ যদি অন্ধ ও অবিবেচক না হয় তবে ঠিকই তারা সমস্ত ঘটনা অলিখিত ইতিহাস হিসেবে অন্তরে জমা রেখে দিবে।ভুলে যাবে না।
ভারত সরকারের প্রতি আহবান। গ্লোবালাইজেশনের এই যুগে কোন জাতিকে ঠকানোর স্বপ্ন দেখল,স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে।
আসুন অপরকে ঠকানো পলিছি নয়। পলিছি হোক দুদেশের কল্যানে। যেনো দুদেশই উপকৃত হয়।
মনে রাখবেন এখন মানুষ কিন্তু যথেষ্ট সচেতম...
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৯