আমি তোমার প্রত্যাখানের ভাষা বুঝি,
বুঝতে পারোনি মনে হয় ?
অসয্য ; কারন আমি...
নিকষকালো অন্ধকারের ভাষাও বুঝি,,
তবুও; তবুও এতো কিছু বুঝে ওটা এই আমি..
ঠিক তোমাকে বুঝিনা, বলোতো কে-নো বুঝিনা ?
কারন তুমিই আমাকে বুঝোনিই-
এই আমি করুন সন্যাসী নীলকান্ত-
তোমার কাছে কি চাই, কতটুকু চাই
কতটুকু পাই, আর কতটুকু না পেয়েও হারাই-
তুমি তার কতটুকু জেনেছো?
অথবা জানবার পিপাসা চেয়েছো?
অভিশপ্ত মন কেবল আওড়ায়, শুধুই আওড়ায়
''''এরকম নষ্টালজিয়ার অনুষঙ্গে আমাকে বাচঁতে হলে
''বুঝলে হেলেন ? আমি বিষ খাবো........
কবিতার কষ্টের কসম, আমি বিষ খাবো,,
আমাকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো
আমি তোমার এই সুন্দর পৃথিবী ছেড়ে
কোন-দিন-কোন-কালেও যেতে চাইনে,,
তবুও যেতে হবে..
কারন; আমার বিদায় কেউ চায়..
কেউ চায়...................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



