((ইদানিঙ আমার কবিতা গুলো আর কবিতা হয়ে উঠতে চায় না, সমাপ্তের আড়ােল থেকে যায় হৃদয়ে, আমি মানি এটা কবিতার প্রতি অবিচার.........
কিন্তু কি করবো বলুন?
আমি যে আর কবিতায় শান্তি খুজতে যাই না,
কারন শান্তি কেবল চন্দ্রিমা-তেই))
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ইচ্ছে করে তোর কাছে রই
তোর কথা কই হৃদয় ভরে
ইচ্ছে করে স্বপ্ন বুনি স্বপ্ন বুনি
থাকতে তোরই মনের ঘরে
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
হৃদয়ে কাপঁন তুলেছে হাোয়া
তুমিই আমার প্রথম চাোয়া
নষ্টালজিয়া করেছে ধাোয়া
আজো তোমায় হয়নি পাোয়া
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
শুধু একবার বলো ; ভালোবাসি
যদি না বলো বুঝলে মানষী
এমন ছুট দেবোনা
সেকেন্ডে সাতবার হাতড়ালেো
খুজে পাবে না,
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বুঝতে যদি বুঝতে যদি বোঝার মতো
বুঝতে আমার হৃদয় মাঝে তোমায়
পাবার চলছে ব্রত
দেখতে যদি দেখতে যদি দেখার মতো
দেখতে সখী তুই বিহনে
হৃদয় মাঝে চলছে ক্ষরণ অবিরত
................................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



