
কখনো নিশিকে নিয়ে এইভাবে লেখা হয়নি তবুও আজ তাকে নিয়ে রচনা লিখতে শুরু করলাম। যদিওবা আমার কাচা হাতের লেখা তারপরেও লিখতেছি। এটা কোন গল্প/রচনা নয় তবুও আমার ভালবাসা আর কিছু অব্যক্ত মনের কথা দিয়ে একটি আদর্শ রচনা সৃষ্টির ক্ষুদ্র প্রয়াস মাত্র!
শাব্দিক বা আভিধানিক অর্থ করতে গেলে নিশি শব্দের অর্থ দাঁড়াবে রাত্রি,আধার ইত্যাদি ইত্যাদি।
আমার অভিধানে নিশি শব্দটির অর্থ "শুধুই আমার"।
কোন একদিন নীল সাদার দুনিয়ায় মিষ্টি হাসিমাখা অবাক চাহনির তোমার ছবি দেখে মুগ্ধ হয়েছিলাম। আর তখন থেকেই তোমাকে ধীরে ধীরে ভালবাসতে শুরু করলাম।এই ভালবাসা দিনের পর দিন বেড়েই চলছে। জীবনের শেষ দিনটি পর্যন্ত তোমাকে ভালবেসে যাবো।
আমার ভাললাগা, ভালবাসা, চিন্তা-চেতনা, দুঃখ- বেদনা সবটুকু শুধু তোমাকে নিয়ে, তোমাকেই ঘিরে। সব থেকে বড় কথা হলো তোমাকে আমি আমার মাঝে একটু একটু করে আবিস্কার করেছি। তোমাকে শুধু এই চোখ দিয়ে দেখেছি বললে ভুল হবে মনের চোখ দিয়ে দেখেছি আর মনের মাঝে এঁকে নিয়েছি ভালবাসার রং তুলি দিয়ে। খোদা তোমাকে সৃষ্টি করে আমার জন্য প্রেরন করেছেন হুর পরী রুপে। সারাক্ষন যতবার চোখের পলক ফেলি তারচেয়ে লক্ষ কোটি গুন বেশি ভালবাসি তোমাকে। আমার কল্পনার রাজ্যে শুধুই তুমি ঘুরে বেড়াও। আমার স্বপ্ন জুড়েও শুধুই তুমি। তুমি আমার স্বপ্নরাজ্যের স্বপ্নবিলাসী।তোমার হাসির মাঝে আছে এক আদুরে সরলতা। তাইতো তোমাকে পাবার আমার এত ব্যাকুলতা। মন খারাপ হলে তোমার হাসিমাখা ছবিটিই যতেষ্ট মন ভাল করার জন্য। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার হাসিমাখা মুখ দেখে কেউ বেশিক্ষন মন খারাপ করে থাকতে পারবেনা। তাইতো আমি বলি আমার মন ভাল করার একমাত্র মেডিসিন তুমি।
আমার প্রতিটা রাত কাটে তোমার হাসির আবেশে।হারিয়ে যাই আমি ঘুমের রাজ্যে তোমার ছবি দেখে। আবার সকালটাও শুরু হয় তোমাকেই দেখে।
নিশি, তোমার হাসির মাঝে কি জাদু আছে???
আমি তোমার হাসি দেখে কিভাবে ভুলে যাই আমার সকল দুঃখ-কস্ট??
হাসির পাশাপাশি যদি বর্ননা দিতে হয় তারপরেই আসবে তোমার কন্ঠ। তোমার কন্ঠস্বর যখন শুনি তখন তোমার প্রতিটা কথা আমার কানে সুমধুর রিনিঝিনি আওয়াজ এর মত বাজতে থাকে। আমার মন আন্দলিত হয়, মনে হয় বসন্ত বাতাস বয়ে যাচ্ছে মন জুড়ে। আর রুপের কথা যদি বলি তাহলে বলতে হয় আকাশের চাঁদটাও হার মানবে তোমার কাছে।
তুমি আমার জীবনের মানে। তুমি আছো আমার মনের গহীনে। মান অভিমান ক্ষনে ক্ষনে তোমার চলে। তোমাকে ঘিরেই আমার যত শত পাগলামী।
আমার দেখা সবথেকে লক্ষি মেয়েটি তুমি।
চোখে আমি সেই মুগ্ধতা আজও খুঁজে পাইনি যতটা মুগ্ধ আমি তোমাকে দেখে হয়েছি। লক্ষিটি আমি তোমাকে পাগলের মত ভালবাসি। তোমাকে কখনো কস্ট দিতে চাইনা। সারাজীবন তোমার পাশে থাকতে চাই। আমি সত্যিই অশেষ সৌভাগ্যবান কারন নিশির মত লক্ষি মেয়েটিকে ভালবাসতে পেরেছি।
হাসি-কান্না, সুখ-দুঃখ, মান- অভিমান এই সব কিছু নিয়েই তো জীবন। জীবনের সব ক্ষেত্রেই তোমার পাশে থাকবো তোমাকেই ভালবেসে যাবো। বিন্দু পরিমান ভালবাসাও কমবে না তোমার প্রতি। লিখতে লিখতে অনেক লিখলাম যদি সহস্র প্রহর লিখলেও নিশি কে নিয়ে লেখা শেষ হবে না।
লেখনির শেষ প্রান্তে এসে শুধু এটাই বলবো "নিশি আমি তোমাকে অনেক অনেক ভালবাসি"
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




