
সকাল থেকে আকাশটা কেমন জানি কুয়াশাচ্ছন্ন। তবে কি এইটা শীতের আগমনী বার্তা ??
পরিবেশটাও আজ নীরব হয়ে আছে। এমন শান্ত স্নিগ্ধ সকালে আবার নিশিকে নিয়ে লিখতে বসলাম।দেখতে দেখতে আমাদের পরিচয়ের একটি বছর কেটে গেল। হাসি-কান্না,সুখ-দুঃখ,মান-অভিমান আর খুনসুটিতেই আমাদের সম্পর্ক টা মধুর থেকে মধুরতর হয়েছে। তবে একটা কথা বলতেই হবে আমার কাছে তোমার সাথে কাটানো মুহুর্তটাই বেস্ট মনে হয়েছে। তোমার সাথে পরিচয় না হলে বুঝতেই পারতাম না ভালবাসা কি? খোদার কাছে লাখো-কোটি শুকরিয়া তোমাকে ভালবাসতে পেরেছি।আর এইভাবেই জীবনের শেষ হৃদস্পন্দন পর্যন্ত যেন তোমাকে ভালবাসতে পারি খোদার কাছে এই মিনতিই করি।
তোমাকে পেয়েই আমি স্বপ্ন দেখতে শুরু করেছি। আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণাও পেয়েছি তোমাকে পাওয়ার মাঝে। প্রতিটি মুহুর্তই তোমাকে দেখতে, তোমার সাথে কথা বলতে ভীষন ইচ্ছে করে। জানো নিশি, মাঝে মাঝে যখন মনের অজান্তেই তোমাকে কস্ট দিয়ে ফেলি তখন নিজের প্রতি ভীষন রাগ হয়। নীরবে অশ্রুপাত করা ছাড়া তখন আর কিছুই করার থাকে না। তুমিই আমাকে বাচতে শিখিয়েছো। আমার ছন্নছাড়া জীবনযাপনটাকে প্রতিনিয়ত গুছিয়ে দিয়েছো। আমি ছিলাম উন্মাদ,বখাটে,লাফাংগা,নেশাখোর,ব্যাক্তিত্বহীন একটা ছেলে।তুমি নিরলসভাবে চেস্টা করে নরকীয় সমাজ থেকে বের করে এনে নতুন উদ্যোমে বাঁচার জন্য আলোর পথ দেখিয়েছো।তোমাকে ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হবে।তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ এই সুন্দর সমাজে বাঁচার সাহস যোগানোর জন্য।আমি তোমাকে ভীষন ভালবাসি নিশি।আমার রাজকুমারী, তুমি আমার সকাল বেলার মিষ্টি রোদ,তুমি আমার নিশ্চুপ রজনীর চাঁদের আলো, তুমি আমার বাস্তবতা,তুমিই আমার সব।তোমাকে ছাড়া আমার জীবন কল্পনারও অতীত। তুমি আমার অক্সিজেন। তাই তোমাকে ছাড়া এখন আর বেচে থাকার কথা কল্পনা করতে পারিনা। আমি কল্পনায় তোমাকে আকি। দেখি তুমি আমার পাশে বসে আছো আর কারনে অকারনেই তুমি হেসে যাচ্ছো তা আমি অপলক দৃষ্টিতেতে দেখছি। অধীর হয়ে বসে থাকি শুধু তোমার এই মায়াবী হাসিটা দেখার জন্য। গ্রীষ্মের প্রখর তাপে জর্জরিত পৃথিবী যেমন বর্ষার ছোঁয়া পেয়ে হয় তৃপ্ত।আমিও তেমনি তোমাকে পেয়ে হয়েছি তৃপ্ত।
অনেক কথাই লিখার ছিল। অন্য কোনদিন লিখবো।
সবশেষে একটা কথাই বলবো অনেক অনেক ভালবাসি তোমাকে "নিশি"
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




