আকাশের দিকে তাকালে
মনে হয়,যদি তুমি আমার হতে।
নদীর স্রোতের দিকে তাকালে
মনে হয়,যদি তুমি আমার পাশে থাকতে।
যখন একা বসে থাকি
তখন শুধু তোমার কথাই মনে পড়ে,
কেন এমন আমার মনটা;
তোমাকে ভুলতে গিয়েও পারি না
অনেক কষ্ট দিয়ে গেলে
তবু তোমায় ঘৃনা করতে পারি না।
কার ভুল আমি জানতে চাই না
আমাকে সাগরে ভাসিয়ে দিয়ে
কেন এমন বদলে গেলে।
তোমার কথা ভেবে ভেবে
অশ্রু মাখা ঘুমহীন রাত কাটে
আমাকে অভিশাপ দিবে কিনা জানিনা,
আমাকে মনে পড়বে কিনা জানি না
শুধু জানি তোমায়,আমার মনে পড়বে সারাজীবন।
আমি তোমাকে অভিশাপ কখনও দিব না,
শুধু খোদার কাছে চাইবো
তুমি যেখানে থাক,
তোমার জীবনটা ভরে উঠুক সুখে ও শান্তিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


