তোমায় দেখবো বলে-কতরাত কতদিন,
প্রতীক্ষার প্রহর গুনে যাই;
চাঁদ যখন আমায় আলো দেয়,
তখন মনে হয় অনেক সুখে আছি।
তবু বসে থাকি তোমার অপেক্ষায়;
তোমার ভালবাসার স্পর্শ
আমার মন ছুয়ে দিবে,
তখন মনে হবে সুখতো আমার সাথেই।
তুমিই আমায় শিখাবে ভালবাসা,
আমি চাই তোমার ভালবাসা
আমার সকল দুঃখকে সুখে পরিণত করবে।
শুনেছি ভালবাসায় নাকি যাতনা আছে
সেই যাতনাকে তোমার ভালবাসার স্পর্শে
আপন করে নিতে চেষ্টা করবো।
তবু সেই ভালবাসাকে-কখনও দূরে যেতে দেব না;
আমি তোমার,তোমারই হয়ে থাকতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


