সেই কবে থেকে পথে কাটা বিছানো
পায়েতো বিধেছিল;
সেই কাটার আঘাত তখন পাইনি
আজ ঠিকি পাচ্ছি।
যতবার হাটছি ততবারই যেন-
আগুনের মত জ্বলছে দাউ দাউ করে।
হিংসার বেড়াজাল-
আমাকে বন্দী করে দিয়েছে।
কি আছে আমার?
কিছুই নেই-তবুতো হিংসা করছে সবাই;
আমার জীবনের সব আনন্দ থামিয়ে দিয়েছে।
চেয়েছিলাম সব ভুলে গিয়ে,
আবার সুন্দর পথে হাটতে শুরু করি।
তুমি এসেছিল আমার জীবনে,
কিন্তু,পিছুটান ছিল তোমার অন্য কারোর
যা বুঝতে অনেক দেরি হয়ে গেল।
আজ যে কষ্ট পাচ্ছি সব তোমারই গড়া
ছিলামতো অনেক ভালই
কিবা অন্যায় ছিল-
আমার সুন্দর জীবনকে ভেংগে দিলে?
তোমাকে তো ভাল ঠিকি ভেসেছি।
সেখানে ছিল না কোন ছলনার আশ্রয়
ছিল না মিথ্যের ছিটে ফোটা,
তার বিনিময়ে তোমার কাছে পেলাম-
শুধুই কাটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


