হযরত মাওলানা মুহাম্মাদ আমিন উকাড়বি (রাহঃ) এর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, “হযরত, দেওবন্দিয়্যাত ও মওদুদী মতবাদ-এই দুইয়ের মধ্যে কী পার্থক্য ?
তখন তিনি তাকে সরাসরি জবাব না দিয়ে প্রথমে হযরতজী মাওলানা ইউসুফ কান্ধলভি (রাহঃ) এর লেখা ‘হায়াতুস সাহাবা’ পড়তে দিলেন। আর বললেন, ‘এক সপ্তাহের মধ্যে এটা পড়ে আমার সাথে দেখা করতে আসবে।’
লোকটি ‘হায়াতুস সাহাবা’ পুরোটা পড়ে সাক্ষাত করতে এলো। এবার তিনি তাকে আবুল আলা মওদুদির লেখা ‘খেলাফত ও মুলুকিয়াত’ পড়তে দিলেন। আর বললেন, ‘এটাও এক সপ্তাহের মধ্যে পড়ে আমার সাথে দেখা করতে আসবে।’
লোকটি হযরতের কথা মেনে এটাও পড়লো। এরপর দেখা করতে এলো। তখন হযরত জিজ্ঞেস করলেন, ‘দুটো বই পড়ার পর তোমার মনের অনুভূতি কী হয়েছিল ?’
সে জবাবে জানালো, ‘হায়াতুস সাহাবা পড়ার পরে আমার অন্তরে সাহাবায়ে কেরামের প্রতি প্রবল-প্রগাঢ় মুহাব্বত সৃষ্টি হয়েছিল। কিন্তু এই ‘খেলাফত ও মুলুকিয়াত’ পড়ার পরে আমার অন্তরে সাহাবাদের প্রতি বিদ্বেষ জন্ম নিয়েছ।’
হযরত মাওলানা মুহাম্মাদ আমিন উকাড়বি (রাহঃ) তখন বললেন, ‘এই দুই বই পড়ার পরে তোমার মনে যেই অনুভূতি সৃষ্টি হয়েছে, এটাই দেওবন্দিয়্যাত ও মওদুদিয়্যাতের মাঝে পার্থক্য। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসার আরেক নাম দেওবন্দিয়্যাত। আর সাহাবাদের প্রতি ঘৃণা-বিদ্বেষ পোষণের অপর নাম মওদুদি মতবাদ। এ দুই চিন্তাধারার পার্থক্য সংক্ষেপে বোঝার জন্যে এতটুকুই যথেষ্ট।’
// Collected
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



