বাংলাদেশের মিডিয়া আজ ব্যস্ত সরকার ও বিরোধী দলের চৌদ্দগোষ্ঠী উদ্ধারে। সরকারের মুখে শুধু বিরোধীদলের বন্দনা আর চিন্তায় বিরোধী দল দমন অন্যদিকে বিরোধীদল ব্যস্ত সরকারের বিরুদ্ধে আন্দোলনের। মাঝখান থেকে আমরা সাধারণ জনগণ কাঁদছি আর কাঁদছি..........দেখার কেউ নেই!!!
কেউ বলে না দেশ ও জনগনের কথা।
* বিদুৎ নেই।
* গ্যাস নেই।
* পানি নেই।
* দুর্বিসহ জানজট।
* টিপাইমুখ বাধেঁ সিলেট ধ্বংসের ভারতীয় পরিকল্পনা।
* সীমান্তে বাংলাদশীদের ওপর নির্যাতন।
* সমুদ্রসীমা দখল এর পায়তারা।
* গার্মেন্টস শিল্পে অস্থিরতা।
এ সকল বিষয়ে কে কথা বলবে।।।। আমাদের ব্লগের বন্ধুরা এ সকল বিষয়ে কথা বলেন না কেন????? অযথা একটি বিষয়ে তারা গালাগালি আর একে অপরকে অপমান করছে। আর কত কাল>>>>তাহলে দেশের ভাল কি কেউ চায় না??????????
আসুন বন্ধুরা, দেশের কথা বলি। মানুষের কথা বলি। ন্যায়ের পথে কথা বলি। অন্যায় কে দূরে ঠেলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করি.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




