আজ কাল হাটে, মাঠে ,ঘাঠে সব জায়গাই পাওয়া যায় ফোটগ্রাফার :!> ।
আমিও তাদেরি দলের । তবে পার্থক্য হল তারা মুখে বলে
আর আমি করে দেখায় ।
ফুল থেকে বেঁচে থাকার উপাদান সংগ্রহে ব্যাস্ত পোকা ।
হাড় কাঁপানো শীতের শেষে বসন্তের উষ্ণ ছোঁয়াতে মৃতের মাঝে জেগেছে প্রানের সঞ্চার ।
ডেইজি ফুলের অপূর্ব সমাহার ।
জ্বলতে জ্বলতে কোন এক সময় থেমে যাবে এই পথ চলা
ক্যামেরা নাই , তাই মোবাইল দিয়ে বহু কষ্টের পর ছবি গুলি তোলেছি ।
আপানাদের ভালো লাগলে আমার এই ক্ষুদ্র চেষ্টা সার্থক হবে
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




