একটু আগে এক ভাই ফোন দিল "কিরে আমার পোষ্টে লাইক কম আসে । কি করা যায় ? "
আমার মনটা একটু ফুরফুরা ছিল । ভাবলাম একটু মজা লই ।
আমি বললাম "আচ্ছা ভাই আপনার কি সেলিব্রেটি হওয়ার ইচ্ছে ?"
উনি বিশাল এক হাসি দিয়ে বললেন "আহাহাহহাহাহ ! হও মাঝে মাঝে এমন ইচ্ছা লাগে " ।
-কি ধরনের সেলিব্রেটি ?
সেলিব্রেটির আবার ধরন আছে না কি ?
-অবশ্যই আছে ।
শর্ট কার্ট পদ্ধতিতে কোনটা ভালো ।
- তাইলে আপনি ওয়ানচান্স সেলিব্রেটি না হলে কচ্ছপ সেলিব্রেটি হন ।
কস্কি ? কচ্ছপ সেলিব্রেটি মানে ?
- মানে হইল কচ্ছপের মত কামড় দিয়ে লেগে থাকবেন ছাড়া ছাড়ি নাই। তবে ভাই চামড়াটাকে গন্ডার স্টাইল করা লাগব।
সব বুঝলাম । এইবার কি কি করা লাগব তাই বল ।
- আমি জানি আপনার লিখালিখির ক্ষমতা নায় । তাই আপনি যা করবেন তা হল
*বালছাল যা আছে সব অ্যাড করবেন ৫০০০ ফ্রেন্ডে লিস্ট ভর্তি করবেন ।
*সবাইকে ইনবক্স করে লাইক দিতে বলবেন । "লাইক ফর লাইক "
*এইবার যেইকোন একটা রাজনৈতিক দলকে টার্গেট করবেন ।
*চাইলে ধর্মকে টার্গেট করতে পারেন । সেই ক্ষেত্রে নামাজ ৫ ওয়াক্ত মাস্ট পরতে হবেই। মাঝে মাঝে হাদিস এক দুইটা পড়বেন । এইটা ও বেপার না আজকাল নিজেরাই হাদিস লিখতে পারে।
* ইচ্ছামত একটা দলের ভুল খুঁজে বেড়াবেন । ফাঁকা বেড়া দেখলে শিয়াল যেমন মাথা ঢুকায় আপনি তেমনি করে সমালোচনা করতে থাকবেন ।
*যারা বকাবকি করব তারাদের ব্লক মারবেন । যারা লাইক দিব না তাদের আনফ্রেন্ড করে দিবেন ।
* লাইক যখন ৩০০ ক্রস করব তখন এত দিন যেই দলের পক্ষে লিখছেন তার বিপক্ষে লিখেন ।
*আপনি যখন সমালোচনাই সমালোচিত হবেন ।তখন বেশি বেশি বকাবকি যুক্ত পোষ্ট করেন । কিছু বকাবকির উদাহারন "চুদির ভাই,বালছাল,পুন্দির পুলা , ভেচকা চুদা ......... !
*মাঝে মাঝে ............।!
উনি চিৎকার করে বলে উঠল "ভাই থাম থাম ! আরে এমনে কইরা সেলিব্রেটি হইলে মানসম্মান থাকব না । "
আমি হেসে উওর দিলাম " আরে ভাই সেলিব্রেটি গো কোন মান সম্মান আছে ?"
উনিঃ -থাকব না কেন ? কত কত মানুষ উনাদের সম্মান করে ।
আমিঃ- আরে ভাই আপনি যাদের কথা বলছেন উনারা হলেন সত্যিকারের সেলিব্রেটি ।
উনিঃ -আরে গাধার বাচ্চা আমিত হেইডাই হইতে চাই।
আমিঃ- আরে গাধার বড় ভাই তাইলে বালের লাইকের পিছন ছুটেন কেন ? লিখার পিছনে ছুটেন । লাইক পাওয়া সময়ের বেপার মাত্র ।
উনিঃ -কিন্তু "কেমন আছেন ? ,শুভ রাত্তি" কিংবা দুই লাইন কবিতা লিখলেই যারা ২০০ লাইক আদায় করে তাদের টা কি ?
আমিঃ- উনারা হইল "উজান-ভাটি" সেলিব্রেটি ।
উনিঃ -হেইডা আবার কি ?
আমিঃ-উনারা লাইক ফর লাইক দিয়া আজ এইখানে আসছে ।কিন্তু আগামী কাল যখন ৩ দিন অনলাইনে আসব না ৫ দিনের মাথায় উনার দিকে কেউ ফিরেই তাকাবে না । এই আসে এই যাই অবস্থা । চুইংগাম,চুইংগাম ! পাবলিক ধরবে , চিবুবে ফেলে দিবে ।
ভাই কাঁদি কাঁদি কন্ঠে বলল "আল্লাহ্ মাফ করুন । ভাই শখ মিটছে আমার আর সেলিব্রেটি হওন লাগত না ।
R.I.P কচ্ছপ এন্ড উজান-ভাটি সেলিব্রেটি !
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




